Logo

জাতীয়

দুপুরে আখেরি মোনাজাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯

দুপুরে আখেরি মোনাজাত

প্রথম পর্বের মোনাজাতকালে তোলা ছবি

টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ (বুধবার ) দুপুর ১২ টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে। 

তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের এই মোনাজাত পরিচালনা করবেন। 

বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

তিনি জানান, বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

এর আগে সকাল সাড়ে ৯টায় হেদায়েতি বয়ান শুরু করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বয়ানের পরে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখা হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।

তিনি বলেন, ইজতেমার প্রথম পর্বে আখেরি মোনাজাতের আগের মধ্যরাত থেকে গণপরিবহন বন্ধ রাখা হয়। এবার আমরা গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করব। আপনারা অনুগ্রহ করে মোনাজাতের সময় রাস্তায় বসবেন না। ইজতেমা মাঠে অনেক খালি জায়গা থাকে, আপনারা একটু সময় নিয়ে মাঠে এসে মোনাজাতে অংশ নিলে রাস্তায় যানজট কম হবে।

দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন, ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ ও মোহাম্মাদপুর এবং মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর,খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ এবং বান্দরবন জেলার মুসল্লিরা। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা তাঁবু। 

বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনব্যাপী এ পর্বের ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। 

এর আগে, গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ সম্পন্ন করেন বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অনুসারীরা। এ ধাপে ৪১ জেলার মুসল্লিরা অংশ নেন।

ডিআর/এটিআর

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর