Logo

জাতীয়

শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬

শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ

ছবি : বাংলাদেশের খবর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা যে ভবনটিতে বসবাস করতেন, সেই ভবনের অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়েছে। বাকি অংশ ভাঙার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবন ভাঙার কাজে একটি বুলডোজার ব্যবহৃত হচ্ছে। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভবনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বৃহস্পতিবারও সেখানে ধোঁয়া ও আগুনের কিছু চিহ্ন দেখা গেছে।

ভবনটির ভাঙা অংশ থেকে রড, ইটসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে দেখা যায় পথশিশু ও ছিন্নমূল মানুষদের। তবে এখন পর্যন্ত সিটি করপোরেশনের পক্ষ থেকে ধ্বংসস্তূপ পরিষ্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা। পরে রাত সাড়ে ১০টার দিকে একটি বুলডোজার নিয়ে আসে ছাত্র-জনতা। এরপর আরো একটি বুলডোজার আনা হয়। 

রাত ৮টা থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্রজনতা।

এসময় ৩২ নম্বরের পাশে থাকা আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের প্রধান কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর