ধানমন্ডি ৩২ : নাট-বল্টু-বই সবই নিয়ে যাচ্ছে উৎসুক জনতা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৮
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর ধানমন্ডি-৩২ এর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ব্যবহার করা বাড়িটি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা পর্যন্ত বাড়িটির প্রায় ৭৫ শতাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় দেখা গেছে, ঘটনাস্থল থেকে নাট-বল্টু, লোহা-লক্কড়,বই— উৎসুক জনতা যে যা পাচ্ছেন সবই নিয়ে যাচ্ছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ছয় মাস পূর্ণ হয়েছে গতকাল। এদিন রাত ৯টায় নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল।
এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।
বুধবার রাতে ভবনের কিছু অংশ ভাঙা হলেও বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বাড়িটির প্রায় ৭৫ শতাংশ ভেঙে ফেলা হয়েছে।
দুপুর ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত উৎসুক জনতা কথা বলেছেন বাংলাদেশের খবরের সঙ্গে।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘ আমরা দেখিয়েছি এই দেশ আমাদের। কোনো ফ্যাসিবাদের নয়। যদি কেউ এখানে রাজনীতি করতে চান, তবে সবার আগে ফ্যাসিবাদেরে বিচার করে তারপর রাজনীতি করতে হবে।’
তিনি বলেন, ‘এই যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছে , মানুষজন সব নিয়ে যাচ্ছে, এটা পরবর্তী সবার জন্য একটা আগাম বার্তা। কেউ যদি ফ্যাসিবাদী চরিত্রে আবির্ভাব হন, তাদেরও এই পরিণতি ঘটবে।’
ভাঙ্গার কাজে অংশ নেওয়ারা বলেন, ‘ বিগত ১৬ বছরে আমরা যে জুলুম-নির্যাতনের শিকার হয়েছি তা অবর্ণনীয়। শেখ হাসিনা যে ক্ষমতার অপব্যহার করেছেন, আজ বিশ্ববাসী তার পরিণতি দেখছে। ভবিষ্যতেও যদি কেউ স্বৈরাচারী হতে চান, তবে দেশের জনগণ তাদেরও এই পরিণতিতে নিয়ে আসবে।’
ডিআর/এটিআর