ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬
-67a6b7841cc4d.jpg)
গণঅভ্যুত্থানের মুখে গত বছরের আগস্টে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার গঠন করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়। আজ (শনিবার) এই কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।
কমিশনগুলোর প্রধানরা আজ পরবর্তী করণীয়, মধ্যমেয়াদি পরিকল্পনা ও ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে—সে বিষয়ে সর্বসম্মত সুপারিশমালা উপস্থাপন করবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ড. মুহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করেন। কমিশনগুলোর প্রতিবেদনের সময়সীমা ছিল ৯০ দিন, অর্থাৎ ৩০ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
নির্ধারিত সময়সীমার ১৫ দিন পর গত ১৫ জানুয়ারি সংবিধান সংস্কার, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। পরে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয়।
আজ শনিবার সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণআন্দোলনের পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারণ করা হবে, যা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ছয়টি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্যের আলোচনা শুরু হবে। এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনুস। সেখানে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আলোচনা পবিত্র রমজান মাস পর্যন্ত চালিয়ে নেওয়ার পরিকল্পনাও করা যেতে পারে।
ডিআর/এটিআর