ড. ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস সচিব

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩১

ছবি : বাংলাদেশের খবর
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় গণমাধ্যম- এমন মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি : চব্বিশের গণঅভ্যুত্থান’ প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান ও ড. ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতীয় গণমাধ্যম।’
দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন, ‘যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে, আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথাচাড়া দিতে না পারে, গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ মুজিব একটা সুইসাইডাল অর্থনীতি করেছিলেন তার সময়ে। মানুষ ১৯৭২ থেকে ১৯৭৪ সালের ইতিহাস জানে না। ফ্যাসিস্ট সরকার সঠিক ইতিহাস মানুষকে জানতে দেয়নি। সেই সময়ে রক্ষীবাহিনীর নৈরাজ্য মানুষকে জানাতে হবে। ইতিহাসের ঘৃণিত বিষয়গুলো সঠিকভাবে আমরা লিখে যেতে চাই।’
এসআইবি/এমজে