-67a77b781babf.jpg)
ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ, খুন-গুমসহ অনৈতিক অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের একজন ডিআইজি ও তিনজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে আটক করা হয়েছে।
রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আটক করে ঢাকার গোয়েন্দা বিভাগে নিয়ে আসা হয়েছে।
অন্যদিকে রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে আটক করেছে রংপুরের মেট্রোপলিটন পুলিশ। কুমিল্লা ও সিলেটে এসপি হিসাবে দায়িত্ব পালন করার সময় ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ করেন।
আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচনের আগে রাজনৈতিক বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন।
শুক্রবার রাতে নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। এরপর তাকে ঢাকায় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে পাঠানো হয়।
জুলাই অগাস্ট অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সূত্র : বিবিসি
ডিআর/বিএইচ