Logo

জাতীয়

প্রধান উপদেষ্টাকে যেসব পরামর্শ দিল বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭

প্রধান উপদেষ্টাকে যেসব পরামর্শ দিল বিএনপি

বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ছয় মাসের সময়সীমা ও বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দলটি এক লিখিত বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রতি এসব পরামর্শ প্রদান করে।

বিবৃতিতে বিএনপি উল্লেখ করেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জনগণের এখন প্রত্যাশা বৈষম্যহীন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠন।

তবে দলটি উদ্বেগ প্রকাশ করেছে যে, ক্ষমতাচ্যুত স্বৈরাচার এবং তাদের দোসররা বিভিন্ন উসকানিমূলক আচরণ ও অশালীন মন্তব্য করছে, যা দেশের জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারী স্মৃতিস্তম্ভ ও মূর্তি ভাঙার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

বিএনপি আরও অভিযোগ করেছে যে, আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। পাশাপাশি, ফ্যাসিবাদী শাসনের পতনের পরেও এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানে স্বৈরাচারী সরকারের দোসররা স্বাচ্ছন্দ্যে কাজ করে যাচ্ছে, যা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। 

বিএনপি মনে করে, ফ্যাসিবাদের পতন সত্ত্বেও বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিনিয়োগের স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ইত্যাদি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় জনগণের চাওয়া অনুযায়ী দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া, প্রশাসনের সব স্তরে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানায় দলটি।

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর