Logo

জাতীয়

পুলিশ সদর দপ্তর

সমাজবিরোধীরা কাউকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫

সমাজবিরোধীরা কাউকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা

কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি দেয়া আইনত অপরাধ। সাম্প্রতিক সময়ে দেশে এ ধরনের ঘটনা ইতোমধ্যে নজরে এসেছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কোনো ব্যক্তি যদি এ ধরনের হুমকির শিকার হন, তাহলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।

পুলিশ সদর দপ্তরের এআইজি আরও বলেন, সমাজবিরোধী শক্তি কোনো শান্তিপ্রিয় নাগরিককে হুমকি প্রদান করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএমএম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর