‘মবতন্ত্র’ বন্ধের উপায় জানালেন আসিফ নজরুল

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১

সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে একটি কর্মশালায় তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, ‘পুলিশ ও বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে।’
পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকা ইনভেস্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ‘মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দেন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন। বিগত ১৫ বছর ধরে দেশে অরাজকতা, গুম ও খুন হয়েছে। প্রতিটা হত্যার বিচার হবে- এ বার্তা দিতে হবে।’
ডিআর/এমজে