Logo

জাতীয়

নিয়োগের আশ্বাস, আন্দোলন প্রত্যাহার করলেন এনটিআরসিএ’র শিক্ষকরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪০

নিয়োগের আশ্বাস, আন্দোলন প্রত্যাহার করলেন এনটিআরসিএ’র শিক্ষকরা

নিয়োগের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করলেন ১ম থেকে ১২তম নিবন্ধিত এনটিআরসিএ’র শিক্ষকরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সচিবালয় থেকে ফিরে এনটিআরসিএ শিক্ষকদের আটজন সদস্যের একটি প্রতিনিধি দল শাহবাগে ফিরে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। 

এনটিআরসিএ’র নিবন্ধিত ১ম-১২তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের উপদেষ্টা আমির আসহাব বলেন, আমরা সচিবালয়ে গিয়ে কর্তৃপক্ষের সাথে আমাদের দাবি তুলে ধরেছি। তারা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের নিয়োগের বিষয়ে আশ্বাস দিয়েছেন। একইসাথে আগামী এক মাসের মধ্যে আমাদের নিয়োগের বিষয়ে রোড ম্যাপ প্রকাশ করবেন। 

এদিকে গতকাল থেকে তারা নিয়োগের দাবিতে জাতীয় জাদুঘরের দক্ষিণ গেইটে অবস্থান নেন। তাদের দাবি ছিল- শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এখন পর্যন্ত ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাস করেও চাকরির সুপারিশ পাননি। অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। ১৭ বার সনদ দিয়েছে অথচ নিয়োগ দেওয়া হয়েছে মাত্র ৫ বার। এই প্রহসন থেকে পরিত্রাণের উপায় হিসেবে আমাদের ১ম-১২তম নিবন্ধন সনদ ধারীদের নিয়োগের দাবি জানাচ্ছি। 

এসআইবি/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর