Logo

জাতীয়

সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী বিক্ষোভের সময় চান্দগাঁও থানায় এক ছাত্র নিহতের ঘটনায় চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ঢাকায় পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা আছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হবে। জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামে ছাত্রসহ মোট ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক শতাধিক ছাত্র-জনতা।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ২০তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রোরেলে (এমআরটি) উপমহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এএইচএস/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর