আমবয়ানের মধ্যে দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২

ছবি : বাংলাদেশের খবর
টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুন সাহেবের বয়ানের মাধ্যমে এই পর্বের আনুষ্ঠানিকতা হয়।
তার এই বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা চাঁদপুরী আব্দুল্লাহ সাহেব। দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন নিজামুদ্দিন (সাদ) অনুসারীরা।
আনুষ্ঠানিকভাবে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা থাকলেও, একদিন আগেই বাদ আসর ইজতেমা শুরু হয় বলে জানান নিজামুদ্দিন (সাদ) অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম। তিনি আরও উল্লেখ করেন, এবারই প্রথমবারের মতো শবেবরাতের রাতে ইজতেমা শুরু হয়েছে।
ইজতেমার দ্বিতীয় পর্বে দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নিচ্ছেন। তারা ইবাদত-বন্দেগি, বয়ান ও জিকিরে মশগুল রয়েছেন। আগামী রবিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্বের সমাপ্তি হবে।
উল্লেখ্য, এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শুরায়ে নেজাম (জুবায়ের অনুসারী) তত্ত্বাবধানে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায়, যা পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।
ইজতেমার দ্বিতীয় পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মুসল্লিদের যাতায়াত ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
এমএএস/এমআই