অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে গ্রেপ্তার ৫৬৬

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০
-67adf1b658be7.jpg)
অপারেশন ডেভিল হান্টে বুধবার সন্ধ্যা পর্যন্ত সারাদেশে ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সাথে অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৯৫ জন। সবমিলিয়ে আজ একদিনে গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৯৯ জন।
ইনামুল হক সাগর বলেন, অপারেশন ডেভিল হান্টে অবৈধ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বিদেশি পিস্তল ২টি, ম্যাগজিন ২টি, গুলি ৫ রাউন্ড, ছোরা ১টি ও ১টি রামদা উদ্ধার করা হয়েছে।
এনএমএম/এমএইচএস