ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বললেন প্রধান উপদেষ্টা

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৫
-67ae2d7c43805.jpg)
মার্কিন ধনকুবের ও যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এই কথা হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে দুজনের মধ্যে কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি আজাদ মজুমদার। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সঙ্গে প্রধান উপদেষ্টার কী আলাপ হয়েছে, তা যথাসময়ে বিস্তারিত জানানো হবে।
বিএইচ/