ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২০
-67b0ccc6cf11a.jpg)
ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইজতেমা ময়দানের ২ নম্বর গেটের ভেতরে বিদেশি খিত্তার সামনে জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জিএমপি কমিশনার জানান, আখেরি মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। তবে, ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইজতেমায় হামলার গুজব ছড়ানো হয়েছিল। গুজব ছড়ানো আইডির মালিককে ইতোমধ্যে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার সঙ্গে কথা বলা হচ্ছে। প্রয়োজনে তাকে আটক বা গ্রেপ্তার করা হবে।
ইজতেমার আয়োজক সাদপন্থীদের পক্ষে কাকরাইলের শূরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মাওলানা ওসামা ইসলাম, হাজী মনির ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। এ ছাড়া, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এ এনএম নাসিরুদ্দিনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোববার বাদ ফজর বয়ান করবেন, মোরসালিন (নিজামুদ্দিন)। যা তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম।
হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ। যা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। এরপর দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন, মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। বিষয়টি নিশ্চিত করেছেন,নিজামুদ্দিন (সাদ অনুসারী) মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত ৩১ জানুয়ারি-৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্ব ১৪ ফেব্রুয়ারি শুরু হয়, যা রোববার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
এমএএস/এমজে