Logo

জাতীয়

বিশ্ব ইজতেমা : ‘আখেরি মোনাজাত’ প্রভাব নেই সড়কে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৩

বিশ্ব ইজতেমা : ‘আখেরি মোনাজাত’ প্রভাব নেই সড়কে

ছবি : বাংলাদেশের খবর

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে টঙ্গী, আব্দুল্লাহপুর, কামারপাড়া ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠিত মোনাজাতকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে আগেই যান চলাচল স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বলেন, ‘আখেরি মোনাজাতের সময় সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।’

তিনি আরও বলেন, ‘বিগত বছরগুলোতে ইজতেমা ময়দানের আশপাশের সড়কগুলোতে আখেরি মোনাজাতের আগ মুহূর্তে তীব্র যানজট দেখা গেলেও এ বছর প্রথম ও দ্বিতীয় পর্বের মোনাজাতকে ঘিরে সড়কে কোনো চাপ দেখা যায়নি।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়কে বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় নির্বিঘ্নে যান চলাচল স্বাভাবিক থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

এমএএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইজতেমা দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাত

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর