Logo

জাতীয়

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।  

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন জানান, ২০১৩ সালে দেশের ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও প্রায় ৪ হাজার যোগ্য প্রতিষ্ঠান তখন জাতীয়করণের বাইরে থেকে যায়। রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনও জাতীয়করণ হয়নি বলে দাবি করেন তিনি। ফলে প্রায় ৮ লাখ শিক্ষার্থী তাদের মৌলিক শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।  

তিনি জানান, ২০১৫ সাল থেকে জাতীয়করণের দাবিতে শিক্ষকরা ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন, ২০২৪ সালে ২ দিন এবং সর্বশেষ ২০২৫ সালের ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত আন্দোলন চালানো হয়।  

ফিরোজ আরও জানান, ‘গত ২৫-২৭ জানুয়ারির আন্দোলনের পর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। আমরা চাই, দ্রুত এই চিঠির কার্যকর বাস্তবায়ন হোক।’  

এসআইবি/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর