Logo

জাতীয়

আখেরি মোনাজাত শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪

আখেরি মোনাজাত শুরু

ছবি : বাংলাদেশের খবর

টঙ্গীর তুরাগ তীরে চলমান সাদপন্থীদের ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৮ মিনিটে এ মোনাজাত শুরু হয়। মোনাজাত পরিচালনা করছেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

এর আগে বৃহস্পতিবার বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের বয়ানের মাধ্যমে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিন বয়ানের তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরি। 

উল্লেখ্য, তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম ও সাদপন্থীদের ইজতেমা আয়োজন ঘিরে নানা নাটকীয়তা ঘটেছে গত বেশকিছু দিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাদপন্থীদের বিশ্ব ইজতেমা চলছে। তবে, আগামীতে টঙ্গীর ময়দানে আর কোনো ইজতেমা করতে পারবে না— এমন মুচলেকা দিয়েই ইজতেমা অনুষ্ঠান করছে তারা। 

এর আগে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম অনুসারীরা।

ডিআর/এটিআর/এএস

ইজতেমা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর