Logo

জাতীয়

সরকারের প্রশংসার চেয়ে সমালোচনা বেশি করুন : প্রেস সচিব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৪

সরকারের প্রশংসার চেয়ে সমালোচনা বেশি করুন : প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রশংসার চেয়ে সমালোচনা বেশি করার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৬ ফেব্রুয়ারি) ‘গণমাধ্যমের ফ্যাসিবাদ বয়ান : ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। 

শফিকুল বলেন, কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে প্রশংসা করে একটি জাতীয় দৈনিক কয়েকটি লেখা ছেপেছে। আমরা তাদের ফোন দিয়ে বলেছি, আমাদের প্রশংসা করার চেয়ে সমালোচনা বেশি করুন। আমরা কোথায় ভুল করছি, আমাদের ধরিয়ে দেন— তাহলে আমাদের সংশোধন করতে সহজ হবে।

তিনি বলেন,হাসিনার শাসন আমলে অনেক সাংবাদিক ফ্যাসিজমের সহযোগী হয়ে গিয়েছিল। ভবিষ্যতে যেনো আর কোনো সাংবাদিক ফ্যাসিজমের সহযোগী না হতে পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে পেলে আমরা সাংবাদিকদের সঙ্গে বসব।সাংবাদিকদের মতামত নিয়েই কমিশনের প্রস্তাব বাস্তববায়ন করা হবে।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর