Logo

জাতীয়

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী ৩ দিনের রিমান্ডে

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৫

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী ৩ দিনের রিমান্ডে

ছবি : বাংলাদেশের খবর

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর আমলি আদালতের বিচারক বেগম শারমিন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। রাতেই তাকে মেহেরপুর সদর থানায় নেওয়া হয়। এরপর সোমবার দুপুর ১২টা ১৯ মিনিটে মেহেরপুরের আদালতে তাকে হাজির করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল হক তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরের পর ১২টা ৫০ মিনিটের দিকে কড়া পুলিশি পাহারায় সৈয়দা মোনালিসা ইসলামকে প্রিজনভ্যানে করে থানার উদ্দেশ্যে রওনা করা হয়।

এছাড়া গত ১৯ জানুয়ারি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, তার দুলাভাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও ছোট ভাই সারফরাজ হোসেন মৃদুলকে মেহেরপুরে আটক করে কারাগারে পাঠানো হয়।

জামান আকতার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর