‘দুর্নীতি’ দেশের সবচেয়ে বড় সমস্যা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০
-67b43bb7930e8.jpg)
ছবি : সংগৃহীত
দেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের ডিসি সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি সমূলে বিনষ্ট করতে না পারলে দেশের আশানুরূপ অগ্রগতি হবে না। এজন্য দেশের সব সেক্টর থেকে দুর্নীতি কমাতে জেলা প্রশাসকদের (ডিসি) ভূমিকা রাখতে হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। কিন্তু এটার আরও উন্নতি করতে হবে। যদিও ধীরে ধীরে উন্নতির দিকেই যাচ্ছে।’
এছাড়াও জাতীয় নির্বাচন, পুলিশের গুলির ব্যবহার, ওসি-এসপিদের এসিআর লেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে কোনো কথা হয়নি। কারণ আলোচনার সময় খুবই সংক্ষিপ্ত ছিল।’
এনএমএম/এমআই