জুলাই আন্দোলন
আহতদের ‘ক্যাটাগরি’ বৈষম্যের বিরুদ্ধে সচিবালয়ের সামনে অবস্থান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫০
-67b58d4ddff37.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই আন্দোলনে আহতদের ক্যাটাগরি বৈষম্যের বিরুদ্ধে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন আহতরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা নাগাদ তারা শাহবাগ থেকে লংমার্চ ঘোষণা করে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় গেইটে তারা অবস্থান নেন।
তাদের দাবিগুলো হলো :
সরকার ‘এ’, ‘বি’, ‘সি’—এই তিন ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। ‘সি’ ক্যাটাগরিতে ‘এ’ ও ‘বি’-এর মতো সুবিধা রাখা হয়নি। আহত সব ব্যক্তিকে ‘এ’ বা ‘বি’ ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। ক্যাটাগরি হবে দুটি। আহত ও গুরুতর আহত। প্রান্তিক এলাকার আহত ব্যক্তিদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে। আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে।
জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে এ,বি,সি,ডি চারটি ক্যাটাগরি করা হয়েছে। যেখানে অনেকে বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলছেন। ‘এ’ ক্যাটাগরিতে অতিগুরুতর আহত, যাদের আজীবন সাহায্যের আওতায় আনতে হবে, তাদের রাখা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে যারা থাকবে-উভয় হাত/পাবিহীন, সম্পূর্ণ দৃষ্টিহীন, সম্পূর্ণভাবে মানসিক বিকারগ্রস্ত এবং কাজ করতে অক্ষম বা অনুরূপ আহত ব্যক্তি। ‘বি’ ক্যাটাগরিতে থাকবে-গুরুতর আহত, যাদের দীর্ঘদিন সাহায্য দিতে হবে, এক হাত/পা বিচ্ছিন্ন, আংশিক দৃষ্টিহীন, মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত বা অনুরূপ আহত ব্যক্তি।
‘সি’ ক্যাটাগরিতে আছেন-আহত যারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন কিংবা সুস্থ হতে আরও চিকিৎসা প্রয়োজন এবং স্বাভাবিক কার্যক্রম করতে সক্ষম হবেন। যেমন: শ্রবণশক্তি/দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত, গুলিতে আহত বা অনুরূপ আহত ব্যক্তি। ‘ডি’ ক্যাটাগরি হচ্ছে-সাধারণ আহত, যারা আহত হওয়া সত্ত্বেও ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এবং স্বাভাবিক কাজকর্ম করতে সক্ষম ব্যক্তি।
এসআইবি/এমআই