Logo

জাতীয়

মেডিকেল কলেজগুলোতে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫

মেডিকেল কলেজগুলোতে শিক্ষার গুণগত মান বাড়াতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগতমান বৃদ্ধি করে যথার্থ ভালো ডাক্তার তৈরি করতে পারলে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম বলেন, ‘আমরা যে পেশাতেই যাই না কেনো, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার যে কোন পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত।’

স্বাস্থ্যখাতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। আমাদের চারপাশটা অন্যরকম হয়ে গেছে। আমাদের দক্ষ ভালো, মানবিক পেশাজীবী গড়ে তুলতে হবে। তাহলে এই অবস্থা থেকে আমরা দাঁড়িয়ে উঠতে পারব।’

বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়  বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো: সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা মো: আবু জাফর,  স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। উক্ত সভায় দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালের অধ্যক্ষবৃন্দ এবং বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্যগণ  উপস্থিত ছিলেন।

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর