Logo

জাতীয়

শহীদ দিবস

কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২০

কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল

ছবি : বাংলাদেশের খবর

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল ও ব্যক্তি- অনেকেই আসছেন শ্রদ্ধা জানাতে। 

আগতদের হাতে ফুল, ফুলের ডালা, বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। 

একুশের প্রথম প্রহর শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়সহ অন্যান্য মোড়গুলো উন্মুক্ত করে দিলে শহীদ মিনারে মানুষের ঢল নামে।

শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষসহ রাজনৈতিক ও বিভিন্ন সংস্থার লোকেরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে সময়ের আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিলে ভাষা আন্দোলন।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর