Logo

জাতীয়

মালদ্বীপে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধ করার আহ্বান প্রধান উপদেষ্টার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫

মালদ্বীপে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধ করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালদ্বীপ সরকারকে বাংলাদেশি অবৈধ প্রবাসীদের বৈধতা প্রদান এবং বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা তার কার্যালয় যমুনায় মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সাথে সাক্ষাৎকালে এ আহ্বান জানান। 

হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে মালদ্বীপের শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে চিকিৎসা শিক্ষায়, পড়াশোনা করছে। 

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ মালদ্বীপের আরও শিক্ষার্থীকে স্বাগত জানাতে প্রস্তুত।  

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশে তার দায়িত্বকালীন সময়ে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।  

হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ ও মালদ্বীপের বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ‘বাংলাদেশ থেকে আমাদের আমদানি বেড়েছে, বিশেষ করে ফার্মাসিউটিক্যাল পণ্য,’ তিনি উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন যে মালদ্বীপের উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি দুই দেশের মধ্যে আরও সহযোগিতার সুযোগ তৈরি করবে। 

তিনি আরও জানান, বেশ কিছু বাংলাদেশি কোম্পানি মালদ্বীপে ব্যবসা শুরু করেছে এবং গত বছর মালদ্বীপে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা ১৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  

হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। ‘আমরা আপনার জলবায়ু কার্যক্রম দেখে খুবই অনুপ্রাণিত। মালদ্বীপ বাংলাদেশকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও সহযোগিতা করতে চায়,’ তিনি বলেন।  

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর