Logo

অন্যান্য

কক্সবাজারে কোচ কাঞ্চনের ট্রেইনিং সেশন অনুষ্ঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৬:৪৫

কক্সবাজারে কোচ কাঞ্চনের ট্রেইনিং সেশন অনুষ্ঠিত

কোচ কাঞ্চন একাডেমির উদ্যোগে সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে হাই ভ্যালু বিজনেস কোচিং ‘ব্রেইভ ব্যাচ-৬’-এর বিশেষ ট্রেইনিং সেশন। দুইদিনব্যাপী ‘অন্ট্রাপ্রেনার অডিসি ট্যুর’ শীর্ষক এই সেশন উদ্যোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেশনে বিজনেস স্কেল-আপের মাস্টারপ্ল্যান উপস্থাপন করেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সার্টিফাইড হ্যাপিনেস কোচ ও হায়েস্ট পেইড বিজনেস মেন্টর কোচ কাঞ্চন। 

এতে অংশগ্রহণ করেন আড়াই শতাধিক উদ্যোক্তা ও বিজনেস লিডার, যারা মার্কেটিং, নিউরোসায়েন্স এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের অত্যাধুনিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ লাভ করেন। 

ব্রেইভ প্রোগ্রামটি শুধুমাত্র একটি কোচিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি মুভমেন্ট, যা আগামী দিনের বিজনেস লিডারদের প্রস্তুত করছে। সাহস, জ্ঞান এবং কৌশলের সমন্বয়ে উদ্যোক্তারা গড়ে তুলছেন লিমিটলেস মানসিকতা, যা তাদের ব্যবসা ও জীবনকে নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। 

কোচ কাঞ্চন একাডেমি বাংলাদেশে ১০ লক্ষ দক্ষ উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে কাজ করছে। এই একাডেমির মাধ্যমে উদ্যোক্তারা শুধুমাত্র ব্যবসা নয়, বরং তাদের জীবনের দর্শন ও দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। কোচ কাঞ্চনের ‘জিতাও ফিলোসফি’ দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যা উদ্যোক্তাদের অন্যদের জিতিয়ে নিজেরাও জয়ী হওয়ার একটি শক্তিশালী মানসিকতা প্রদান করে। 

কোচ কাঞ্চন বিশ্বাস করেন, যদি সবাই এই মানসিকতা গ্রহণ করে, তবে খুব দ্রুত একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর