Logo

অন্যান্য

আল-ইসলাম ব্রাদার্সের হজ সামগ্রীতে ২০ শতাংশ মূল্যছাড়

Icon

ফ্যাশন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১৩:২৮

আল-ইসলাম ব্রাদার্সের হজ সামগ্রীতে ২০ শতাংশ মূল্যছাড়

ছবি : সংগৃহীত

চলতি মৌসুমের হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় হজসামগ্রী এনেছে বায়তুল মোকাররম উত্তর গেটের আল-ইসলাম ব্রাদার্স।

এসব সামগ্রী ২০ শতাংশ ছাড়ে কেনা যাবে। এ ছাড়া তাদের ৪০ আইটেমের ভিআইপি প্যাকেজ কিনলে উপহার পাওয়া যাবে বিদেশি ল্যাগেজ।

পাশাপাশি অন্যান্য প্যাকেজের সঙ্গে থাকছে বিশেষ গিফট বক্স। প্যাকেজ ওয়ানের মূল্য (২৫ আইটেম) ৬ হাজার ৫০০, প্যাকেজ টু (৩০ আইটেম) ৯ হাজার ৫০০, প্যাকেজ থ্রি (৪০ আইটেম) ১৬ হাজার ৫০০ এবং ভিআইপি প্যাকেজ (৪০ আইটেম) ২১ হাজার ৫০০ টাকা।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হাজী মো. মহিব উল্ল্যাহ রাজু খান বলেন, ৪০ আইটেমের ভিআইপি ও প্যাকেজ থ্রি আমরা মোট ২০০টি তৈরি করেছি। এগুলো আমরা পাইকারি বিক্রি করব না। এগুলো আল্লাহর মেহমান হাজীদের জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে বিশেষ অফার থাকবে।

তিনি বলেন, প্যাকেজগুলোর দাম যথাক্রমে ৩৮ হাজার ও ৩৫ হাজার টাকা। কিন্তু আমরা অফারে দিচ্ছি ২১ হাজার ৫০০ ও ১৬ হাজার ৫০০ টাকায়। হাজীরা তাদের ভিসার ফটোকপি দেখিয়ে প্যাকেজগুলো সংগ্রহ করতে পারবেন।

এখানে ইন্দোনেশিয়া ও দেশীও এহরাম বাঁধার টাওয়াল এবং কাপড় সেট ৮০০ থেকে ৮ হাজার ৫০০, তুর্কি স্পেশাল টাওয়াল ও কাপড় সেট ৫ হাজার থেকে ৮ হাজার ৫০০, এহরাম বাঁধার বেল্ট ১০০ থেকে ১ হাজার, মহিলা এহরাম সেট ৮০০ থেকে ৪ হাজার ৫০০, মহিলাদের চুল বাঁধার টুপি ৫০ থেকে ১৫০, হাত মোজা ও পা মোজা ৫০ থেকে ২০০, মিনাব্যাগ ৬০ থেকে ৪৫০, পাসপোর্ট ব্যাগ ৫০ থেকে ১৬০, জুতা রাখার ব্যাগ ২০ থেকে ৫০, পাথর রাখার ব্যাগ ২০ থেকে ৫০, প্লাস্টিক জায়নামাজ ১৫০ থেকে ৩৫০, কাটার বক্স ২০০ থেকে ৫০০, হজ ও ওমরাহ গাইড ২৫০, সৌদি আরবের ভ্রমণ বই ৯৬, মিনার দোয়ার বই ১৫০ থেকে ২৫০, কাঁধের ব্যাগ ৫০ থেকে ৩৫০, হিজাব ১৫০ থেকে ৭০০, খিমার ৮০০ থেকে ৩ হাজার ২০০, হাওয়ার বালিশ ২৫০ থেকে ১ হাজার, বোডিং হোল্ডার ৩০০ থেকে ১ হাজার ২০০, সানক্যাপ ১০০ থেকে ২০০, পায়ের তাবেয়া ২০০ থেকে ১ হাজার ২০০, চামড়ার মোজা ৪০০ থেকে ১ হাজার, তায়াম্মুমের মাটি ৫০ থেকে ১০০, মিসওয়াক ৩০ থেকে ২৫০, সালোয়ার ৩৫০ থেকে ১২৫০, ছাতা ৩৫০ থেকে ৬০০ এবং ছোট কোরআন ৩০০ থেকে ৪৫০ টাকা মূল্যে সংগ্রহ করা যাবে।

এ ছাড়া আছে পাঞ্জাবি, লুঙ্গি, গামছা, টাওয়াল, জুতা, টুপি, তসবি, আতর, বোরকা, গন্ধবিহীন সাবান, শ্যাম্পু, ভ্যাসলিন, সুই-সুতা, কাপড় শুকানোর রসি, গ্লাস, কাটার, ছুরি, ছোট আয়না, চিরুনি, সুরমাসহ হজের যাবতীয় সামগ্রী। কেনা যাবে পাইকারি ও খুচরাভাবে। 

যোগাযোগ : ০১৮২৩৮৮০১৫৮। শোরুম : ১নং দোকান, ১ নম্বর উত্তর গেট, বায়তুল মোকাররম, ঢাকা।

গাজী মুনছুর আজিজ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর