Logo

অন্যান্য

বিয়ের বাকি ৮ দিন

মেয়ের হবু জামাইয়ের সঙ্গেই পালালেন মা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১১:২৬

মেয়ের হবু জামাইয়ের সঙ্গেই পালালেন মা

বিয়ের আর মাত্র আট দিন বাকি ছিল। তার আগেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের শপিংয়ের অজুহাতে কনের মা ও হবু জামাই একসঙ্গে বের হন, এরপর তাদের আর কোনো খোঁজ মেলেনি। অবশেষে জানা যায়, হবু জামাইয়ের হাত ধরেই পালিয়ে গেছেন কনের মা।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভারতের উত্তরপ্রদেশের আলিগড় জেলায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৬ এপ্রিল কনের বিয়ে হওয়ার কথা ছিল। কনের মা তার মেয়ের জন্য পছন্দমতো পাত্র খুঁজে এনেছিলেন। কিন্তু সম্বন্ধ দেখার দিন থেকেই কনের মায়ের সঙ্গে হবু জামাইয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে।

সম্প্রতি হবু বউকে না দিয়ে হবু শাশুড়িকে একটি দামি ফোনও উপহার দিয়েছিলেন হবু জামাই। তখন থেকেই আশপাশের লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হয়। তবে যুবকটি বলেছিলেন, এটি শুধুমাত্র একটি প্রণাম। কিন্তু কনের মা এবং হবু জামাইয়ের মধ্যে সম্পর্কের গভীরতা নিয়ে কনের পরিবারে অস্বস্তি বাড়ছিল।

সবশেষ গতকাল কনের মা এবং হবু জামাই একসঙ্গে বাড়ি থেকে বের হন। বেশকিছু সময় পরেও তারা বাড়িতে ফিরে না আসায় কনের বাবা সন্দেহ করেন। পরে তিনি আলমারি খুলে দেখতে পান, মেয়ের বিয়ের সব সোনার গয়না, নগদ টাকা এবং উপহার নিয়ে পালিয়ে গেছেন তার স্ত্রী।

এ ঘটনায় কনের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দু’জনের খুঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর