ভার্গো নক্ষত্রমন্ডলে ‘জেগে উঠছে’ বিশাল কৃষ্ণগহ্বর

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৮:১৭

ভার্গো নক্ষত্রমন্ডলে একটি ছায়পথের কেন্দ্রস্থলে একটি বিশাল কৃষ্ণগহ্বর জেগে উঠছে, নিয়মিত বিরতিতে তীব্র এক্স-রে ফ্লেয়ার বের করছে যা বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছে। শুক্রবার এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
পৃথিবী থেকে ৩০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ‘এসডিএসএস১৩৩৫+০৭২৮’ ছায়াপথের দিকে এর আগে জ্যোতির্বিজ্ঞানীরা খুব কমই মনোযোগ দিয়েছেন।
তবে ২০১৯ সালে, ছায়াপথটি হঠাৎ করে এমন উজ্জ্বলতায় জ্বলতে শুরু করে। এরপর জ্যোতির্বিজ্ঞানীরা কিছু টেলিস্কোপ ছায়াপথটির দিকে ঘুরিয়ে দেন।
পরে গত বছরের ফেব্রুয়ারিতে, চিলির জ্যোতির্বিজ্ঞানীরা ছায়াপথ থেকে নিয়মিত এক্স-রে বিস্ফোরণ লক্ষ্য করেন।
নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত গবেষণা অনুসারে, এটির একটি লক্ষণ ছিল যে ছায়াপথের ঘুমন্ত কৃষ্ণগহ্বরটি তার ঘুম থেকে জেগে উঠছে।
আমাদের মিল্কিওয়ে সহ বেশিরভাগ ছায়াপথের কেন্দ্রে একটি অতিবৃহৎ কৃষ্ণগহ্বর থাকে, যেমন মাকড়সার জালের কেন্দ্রে একটি মাকড়সা বসে থাকে।
এই অদৃশ্য দানবরা তাদের পথে আসা সবকিছুই গ্রাস করে ফেলে, এমনকি আলোও তাদের প্রবল মহাকর্ষ শক্তি থেকে পালাতে পারে না।
যদি কোনো নক্ষত্র দুর্ভাগ্যজনকভাবে খুব কাছে চলে যায়, তাহলে এটি ছিন্নভিন্ন হয়ে যায়।
নক্ষত্রের ছিন্নভিন্ন পদার্থ একটি স্রোতে পরিণত হয় যা কৃষ্ণগহ্বরের চারপাশে দ্রুত ঘোরে, যাকে বলা হয় অ্যাক্রিশন ডিস্ক যা ধীরে ধীরে গ্রাস করা হয়।
কিন্তু কৃষ্ণগহ্বরগুলো দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয়তার মধ্য দিয়েও যেতে পারে যখন তারা পদার্থকে আকর্ষণ করে না।
বেশ কিছু অপ্রত্যাশিত সময়ের পরে, ‘এসডিএসএস১৩৩৫+০৭২৮’ ছায়াপথের কেন্দ্রস্থলে অবস্থিত উজ্জ্বল, কম্প্যাক্ট অঞ্চলটিকে একটি ‘সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াস’ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং এটির ডাকনাম রাখা হয়েছে ‘আনস্কি’।
চিলির ভালপারাইসো বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী লোরেনা হার্নান্দেজ-গার্সিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘এই বিরল ঘটনাটি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য বেশ কয়েকটি এক্স-রে টেলিস্কোপ ব্যবহার করে বাস্তব সময়ে একটি কৃষ্ণগহ্বরের আচরণ পর্যবেক্ষণ করার সুযোগ করে দেয়।’
আনস্কির স্বল্পস্থায়ী এক্স-রে অগ্নিতরঙ্গগুলোকে কোয়াসিপিরিওডিক (পুরোপুরি পর্যায়ক্রমিক নয়) অগ্ন্যুৎপাত বা কিউপিই বলা হয়।
হার্নান্দেজ-গার্সিয়া বলেন, ‘এই প্রথম আমরা এমন একটি কৃষ্ণগহ্বরে এমন একটি ঘটনা পর্যবেক্ষণ করেছি যা জেগে উঠছে বলে মনে হচ্ছে।’
তিনি বলেন,‘আমরা এখনও বুঝতে পারি না যে এর কারণ কী।’
বর্তমান তত্ত্ব হলো, কৃষ্ণগহ্বরগুলো নক্ষত্রগুলোকে গ্রাস করার পরে তৈরি হওয়া অ্যাক্রিশন ডিস্কের সাথে কিউপিই যুক্ত।
কিন্তু এমন কোনো লক্ষণ নেই যে, অ্যানস্কি সম্প্রতি কোনো নক্ষত্রকে গ্রাস করেতে দিয়েছে এবং এর অগ্নিতরঙ্গগুলো বেশ অস্বাভাবিক।
এমআইটির পিএইচডি ছাত্র এবং গবেষণা দলের সদস্য জোহিন চক্রবর্তী বলেছেন, আনস্কি থেকে আসা এক্স-রে বিস্ফোরণগুলো একটি সাধারণ কিউপিই থেকে আমরা যা দেখি তার চেয়ে ১০ গুণ বেশি দীর্ঘ এবং ১০ গুণ বেশি উজ্জ্বল। এই বিস্ফোরণগুলোর প্রতিটি আমরা অন্য কোথাও যা দেখেছি তার চেয়ে একশ গুণ বেশি শক্তি নির্গত করছে।
তিনি বলেন, এই বিস্ফোরণগুলোর মধ্যে ৪-৫ দিনের ব্যবধানও এখন পর্যন্ত দেখা সবচেয়ে দীর্ঘতম পর্যায়।
তিনি বিবৃতিতে বলেছেন, এটি আমাদের মডেলগুলোকে তাদের সীমার দিকে ঠেলে দেয় এবং এই এক্স-রে ফ্ল্যাশগুলো কীভাবে উৎপন্ন হচ্ছে সে সম্পর্কে আমাদের বিদ্যমান ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে।
এই অদ্ভুত বিস্ফোরণের কারণ কী হতে পারে তা জানতে জ্যোতির্বিজ্ঞানীদের কিছু তত্ত্ব বের করতে হয়েছে।
একটি হলো, কৃষ্ণগহ্বরে গ্যাস চুষে নিয়ে অ্যাক্রিশন ডিস্ক তৈরি হয়েছিল, যা কেবল তখনই এক্স-রে শিখা নির্গত করে যখন একটি ছোট মহাজাগতিক বস্তু যেমন একটি নক্ষত্র তার পথ অতিক্রম করে।
ইউরোপীয় মহাকাশ সংস্থার এক্সএমএম -নিউটন টেলিস্কোপের প্রধান বিজ্ঞানী নরবার্ট স্কার্টেল আনস্কি পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, কেবল একটি কৃষ্ণগহ্বর এবং তার চারপাশে চাকতি কল্পনা করুন।
তিনি বলেন, এখন কল্পনা করুন যে তারা প্রতিবার কক্ষপথে যাওয়ার সময় দুবার চাকতি অতিক্রম করছে, শিখা নির্গত করছে কিন্তু একটি নির্দিষ্ট কোণে, যার অর্থ এটিকে টেনে আনার মতো কোনও প্রবল শক্তি নেই।
এক্স-রে জ্যোতির্বিজ্ঞানী এরওয়ান কুইন্টিন এএফপিকে বলেছেন, কিউপিই-এর জন্য, আমরা এখনও এমন এক পর্যায়ে রয়েছি যেখানে আমাদের কাছে ডেটার চেয়ে বেশি মডেল রয়েছে। কী ঘটছে তা বোঝার জন্য আমাদের আরও পর্যবেক্ষণের প্রয়োজন।
ওএফ