ব্রেকআপের পর প্রেমিকার ঠিকানায় ৩০০ উপহার, কারাগারে প্রেমিক

অন্যান্য ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৩:০৪

ভারতের পশ্চিমবঙ্গের লেকটাউনে প্রেমিকার দামি উপহারের চাহিদা পূরণ করতে না পেরে সম্পর্ক ছিন্ন করেন এক যুবক। তবে সম্পর্ক ভাঙার পর প্রেমিকার ঠিকানায় একে একে পাঠাতে থাকেন প্রায় ৩০০টি উপহার—সবই ‘ক্যাশ অন ডেলিভারি’। বিরক্ত প্রেমিকা অবশেষে পুলিশের দ্বারস্থ হলে গ্রেপ্তার হন অভিযুক্ত প্রেমিক।
জানা গেছে, নদিয়ার বাসিন্দা সুমন শিকদারের সঙ্গে লেকটাউনের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকা পেশায় ব্যাংক কর্মকর্তা। সম্পর্কের মধ্যে প্রায়ই সুমনের কাছ থেকে টেডি বিয়ার, পারফিউম, হীরের আংটি, দামি নেকলেসসহ নানা উপহার চাইতেন প্রেমিকা।
এই চাপের মুখে গত বছরের নভেম্বরে সম্পর্ক ছিন্ন করেন সুমন। কিন্তু বিচ্ছেদের পর প্রেমিকাকে হয়রানির অদ্ভুত এক পন্থা বেছে নেন তিনি। প্রেমিকার অফিসের ঠিকানায় একের পর এক উপহার পাঠাতে থাকেন তিনি, যার প্রতিটিই ছিল ‘ক্যাশ অন ডেলিভারি’।
প্রথমে বিষয়টি কেউ দুষ্টুমি করছে ভেবে উপেক্ষা করেছিলেন ওই তরুণী। কিন্তু উপহারের সংখ্যা বাড়তে থাকলে তা পরিণত হয় হয়রানিতে। উপহার নিতে অস্বীকার করায় এক পর্যায়ে অনলাইন প্ল্যাটফর্মগুলো তরুণীর অ্যাকাউন্টই ব্লক করে দেয়।
এ অবস্থায় বাধ্য হয়ে তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে জানা যায়, এসব উপহারের পেছনে রয়েছেন তার সাবেক প্রেমিক সুমন। পরে পুলিশ নদিয়া থেকে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার (১১ এপ্রিল) অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক জামিনে মুক্তি দেন। তবে তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।