Logo

অন্যান্য

বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২০:১১

বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটির ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সমাবর্তনকে কেন্দ্র করে প্রয়োজনীয় দিকনির্দেশনা, পরিকল্পনা গ্রহণ এবং সফলভাবে আয়োজন সম্পন্নের লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সভায় শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম হালনাগাদ, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, গবেষণা কার্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, পরীক্ষার সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন একাডেমিক বিষয়ের ওপর বিস্তৃত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সাজেদ উল ইসলাম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

এইচকে/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর