ফ্যাক্টচেক
ভুল করেছি এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত, ড. ইউনূস কী এমনটি বলেছেন?
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮
সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাইভে এসে বলেন, ‘এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত।’
উক্ত দাবিতে ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে একটি ভিডিও প্রচারিত হচ্ছে।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউবে ভাইরাল ভিডিওটি এ পর্যন্ত প্রায় ১ লাখ ২২ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে প্রায় ৩০০ মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাইভে এসে ‘এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত’ শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সাথে ড. মুহাম্মদ ইউনূসের কথোপকথনের একটি খণ্ডিত অংশের পুরোনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সাথে একটি টকশোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখা যায়। ভিডিওতে তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়। তবে উক্ত ভিডিওটির কোথায় ড. মুহাম্মদ ইউনূসকে ‘এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত’ শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি।
বিষয়টি যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘DW বাংলা টকশো’ নামের একটি ইউটিউব চ্যানেলে গত ২৩ ফেব্রুয়ারি ‘মুখোমুখি প্রফেসর মুহাম্মদ ইউনূস’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে সেখানে কোথাও ড. মুহাম্মদ ইউনূসকে ‘এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত’ শীর্ষক মন্তব্য করতে দেখা যায়নি।
তাছাড়া ভিডিওটি প্রকাশের তারিখ অনুযায়ী এটি ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বের ভিডিও। তিনি গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।
অর্থাৎ, এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সাথে আলোচিত দাবিটির কোনো যোগসূত্র নেই।
পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে প্রচারিত মন্তব্যটির সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস লাইভে এসে এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
ওএফ