ফ্যাক্টচেক
সানিয়া ও সামির ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৩৪
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফ্যাক্টচেক মাধ্যম রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার এই ছবিগুলো আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে সানিয়া মির্জার ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট এবং মোহাম্মদ শামির ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে আলোচিত ছবিগুলো খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও মোহাম্মদ শামি এবং সানিয়া মির্জার ছবি গুলোর বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে আলোচিত ছবিগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিমের কাছে ছবিগুলো এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে প্রতীয়মান হয়েছে। এআই ছবি ডিটেকশন টুল ‘হাইভ মডারেশন’ ছবিগুলো এআই দিয়ে তৈরি বলে মত দিয়েছে।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার ছবিগুলো বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
ওএফ