বাংলাদেশের পত্রিকা থেকে
প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৮
প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন
আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে। দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ হবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে গঠনমূলক পরিবর্তন আনা হবে।– এমন সব বিধানের আলোকে সংবিধান সংস্কারের সুপারিশ করতে যাচ্ছে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন।
প্লাস্টিক পলিথিনে মুমূর্ষু নদী
কালের কণ্ঠের প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামের চেয়ে শতগুণ বেশি প্লাস্টিক ঢাকার নদীতে। নদীতে কী পরিমাণ প্লাস্টিক যাচ্ছে তার অন্যতম পরিমাপক হলো প্রতি কেজি পানিতে কী পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের (এমপি) কণা রয়েছে। চীনের ইয়ং চিঙ নদীর প্রতি ঘনমিটার পানিতে ৮০২টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। আর ইউরোপের দেশ পর্তুগালের অন্তুয়া নদীতে এর মাত্রা ৫৮ থেকে ১৯৭টি। অথচ বাংলাদেশের টঙ্গী খালের প্রতি ঘনমিটার পানিতে ৬০ হাজারের বেশি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
তদন্তের জন্য পুলিশের বাইরে সংস্থার প্রস্তাব
প্রথম আলোর এই প্রতিবেদনে বলা হয়েছে, ফৌজদারি অপরাধের মামলা তদন্তের জন্য আলাদা সংস্থা গঠন করা প্রয়োজন বলে মনে করে বিচার বিভাগ সংস্কার কমিশন। সংস্থাটি হবে দক্ষ ও নির্ভরযোগ্য, যাতে প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে। একই সঙ্গে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফেরাতে একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও বলেছে কমিশন।
করুণ দশা স্বাস্থ্যসেবায়
বাংলাদেশ প্রতিদিনের প্রধান এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, চিকিৎসা ব্যয় মেটাতে বছরে দারিদ্র্যসীমার নিচে ৬১ লাখ। সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, বেসরকারিতে উচ্চমূল্য। ঢাকামুখী রোগীর ঢল, ওষুধের দামে নাজেহাল মানুষ।
স্বাস্থ্য অর্থনীতি গবেষক ড. আবদুর রাজ্জাক বলেন, ‘ওষুধ কিনতেই পকেট খালি হয় রোগীর। মোট চিকিৎসা ব্যয়ের অর্ধেকের বেশিই যায় ওষুধের পেছনে।’
ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান বাড়ছে বিভক্তি
সমকালের প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবনা ঘিরে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিভক্তি আরও চড়েছে। অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে দু'পক্ষই ভাঙছে চাকরিবিধি। হরেক নামে কর্মসূচির মাধ্যমে হুমকি-ধমকির সঙ্গে উস্কে দিচ্ছে বিতর্ক। প্রশাসন ক্যাডারের শক্তিমত্তা প্রদর্শনের সপ্তাহ না যেতেই গতকাল শুক্রবার শোডাউন করলেন বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা।
রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে 'আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ'- এর ব্যানারে আলোচনা সভার নামে জড়ো হন আট হাজারের বেশি কর্মকর্তা। বক্তৃতায় কর্মকর্তারা প্রশাসন ক্যাডারের ওপর তোপ দাগেন। অভিযোগ করেন, সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডার শাসকের ভূমিকায় রয়েছে। তারা বাকি ২৫ ক্যাডারকে শাসনের পাশাপাশি বঞ্চিত করছে। প্রশাসন ক্যাডার বাড়তি সুযোগ-সুবিধা নেওয়ায় বেড়েছে আন্তঃক্যাডার বৈষম্যও। এ পরিস্থিতির অবসান চান ২৫ ক্যাডারের কর্মকর্তারা।
বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল
যুগান্তরের প্রধান প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশের প্রথম পাতাল রেল বা মেট্রোরেল প্রকল্প-১ এর নির্মাণ কাজ বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। মূল কাজ শুরুর আগে পরিষেবা স্থানান্তর চলছে। এতে যানজটে স্থবির হয়ে পড়েছে। পরিষেবা স্থানান্তরের পর মেট্রো স্টেশন নির্মাণ শুরু হলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কঠিন হবে। কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণের কোনো কূলকিনারা করা যাচ্ছে না। এছাড়া, টানেল নির্মাণের সময় ধসে বা দেবে যেতে পারে সড়ক, হেলে পড়তে পারে দুপাশের বহুতল ভবন।