Logo
Logo

অন্যান্য

ছিনতাইয়ের অভিযোগ

স্বেচ্ছাসেবক দলের নেতাকে শিবির বলে চালিয়ে দেওয়া হলো

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৯

স্বেচ্ছাসেবক দলের নেতাকে শিবির বলে চালিয়ে দেওয়া হলো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘শিবির নেতার নেতৃত্বে মাছ ব্যাবসায়ীদের টাকা ছিনতাইয়ের অভিযোগ’ শীর্ষক শিরোনামে ডেইলি মর্নিং ২৪ নামের ফেসবুক পেজ এর ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে রিউমর স্ক্যানার জানা যায়, ডেইলি মর্নিং ২৪ এই শিরোনামে কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং শিবিরের কোনো নেতা উক্ত ঘটনার সাথে জড়িত নয়। বরং গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তাছাড়া, স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে উক্ত অভিযোগটি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। সেখানে ফটোকার্ডটিতে ডেইলি মর্নিং ২৪ এর নাম খুঁজে পাওয়া যায়। তাছাড়া উক্ত ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৩১ ডিসেম্বর ২০২৪ এর কথা উল্লেখ করা হয়েছে।

বিষয়টি অনুসন্ধানে এটির সূত্র খুঁজতে গিয়ে উক্ত গণমাধ্যমটির (ডেইলি মর্নিং ২৪)  ফেসবুক পেজে গত বছরের ২১ ডিসেম্বর প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটিতে শিবির নেতার স্থানে অভিযুক্ত হিসেবে স্বেচ্ছাসেবক দল নেতার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, মূলধারার গণমাধ্যম দৈনিক কালবেলার অনলাইন সংস্করণে গত ২০ ডিসেম্বর ‘স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ব্যাবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে  পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকেও স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সাতক্ষীরায় ব্যাবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে জানা যায়।

অর্থাৎ, ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শিবিরের কোনো নেতা নয় বরং তিনি স্বেচ্ছাসেবক দলের নেতা।

সুতরাং, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে শিবির নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দাবিতে  প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা এবং প্রচারিত ফটোকার্ডটি বিকৃত।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর