পুড়ে যাওয়ার পরে (বামে) ও বর্তমান দৃশ্য (ডানে) । ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিধবা এক নারীর পুড়ে যাওয়া ঘরের স্থলে একটি নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে দাতব্য সংস্থা তাকওয়া ফাউন্ডেশন। এরই মধ্যে ঘরটির আংশিক কাজ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার তাকওয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব জানিয়েছেন, বিধবা সেই মায়ের পুড়ে যাওয়া ঘরটি এখন সেমিপাকা বিল্ডিংয়ে রূপান্তরিত হচ্ছে।
বিধবা ওই নারী এতিম দুই হাফেজে কোরআনের মা। সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে তাকওয়া ফাউন্ডেশন তার ঘর নির্মাণের কাজটি আঞ্জাম দিচ্ছে। আর কাজের তদারকি করছেন যশোরের মনিরামপুর শাখা তাকওয়া ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আশরাফ ইয়াছিন ও কুরপালা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহবুব।
গাজী ইয়াকুব জানিয়েছেন, আরেকটু সহযোগিতা পেলে ঘরের বাকি কাজটুকুও সম্পন্ন হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
গত ডিসেম্বরে বিধবা ওই নারীর ঘরটি পুড়ে যায়। এরপরই তাকওয়া ফাউন্ডেশন তাকে একটি নতুন ঘর উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে সাধারণ মানুষের কাছ থেকে অনুদানের আহ্বান জানায় সংস্থাটি। নির্মাণাধীন ঘরটির কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত অনুদানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ওই নারীর বিকাশ নম্বার- 01725601352
বিএইচ/