Logo
Logo

অন্যান্য

বাংলাদেশের পত্রিকা থেকে

‘দরবেশ’ একাই লুটেছেন ৫৭ হাজার কোটি টাকা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৫৫

মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি 

প্রথম আলোর প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি কিলোমিটার চার লেনের মহাসড়ক নির্মাণে ব্যয় শতকোটি টাকা বা এর চেয়ে বেশি। পার্শ্ববর্তী দেশ ভারত তো বটেই, এশিয়ার অন্যান্য দেশের তুলনায়ও বাংলাদেশে মহাসড়ক নির্মাণের ব্যয় কয়েক গুণ বেশি। ফলে মহাসড়ক নির্মাণ ব্যয়ের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শীর্ষ দেশে পরিণত হয়েছে। 

বর্তমানে এলেঙ্গা থেকে রংপুর এবং ঢাকা থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত চার লেন নির্মাণ প্রকল্প চলমান। এলেঙ্গা–রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করতে প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে ১০০ কোটি টাকা। ঢাকা–সিলেট–তামাবিল মহাসড়কে প্রতি কিলোমিটারে খরচ ১১৫ কোটি টাকা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একাংশ চার লেন করতে নেওয়া প্রকল্পে প্রতি কিলোমিটারে ব্যয় হবে ৩০৬ কোটি টাকা। 

এর আগে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত মহাসড়ক চার লেন করতে প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে ২০০ কোটি টাকা।

‘দরবেশ’ একাই লুটেছেন ৫৭ হাজার কোটি টাকা 

আমার দেশ পত্রিকার প্রথম প্রতিবেদনে বলা হয়েছে, গত দেড় দশকে ব্যাংক ও আর্থিক খাত থেকে ৫৭ হাজার কোটি টাকা একাই লুটেছেন হাসিনার দরবেশ সালমান এফ রহমান। নামে-বেনামে ব্যাংকসহ ১৮৮টি প্রতিষ্ঠান থেকে এ টাকা লুট করেছেন তিনি। আমার দেশ-এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য। 

অনুসন্ধানে পাওয়া গেছে, দরবেশ সালমান ব্যাংক থেকে হাতিয়েছেন ৫০ হাজার কোটি টাকা এবং পুঁজিবাজার থেকে নিয়েছেন ৭ হাজার কোটি টাকা। ব্যাংক থেকে ঋণের নামে নেওয়া এসব অর্থের মধ্যে ২৩ হাজার ১২০ কোটি টাকা এখন খেলাপি। শুধু তার মালিকানাধীন প্রতিষ্ঠানই নয়, বেনামি কোম্পানি খুলে সালমান ব্যাংক খালি করেছেন। 

আর্থিক খাতের এই ‘দরবেশ’ আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

শিল্প-বাণিজ্যে অশনিসংকেত 

কালের কণ্ঠের প্রধান এ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ী-উদ্যোক্তাদের শনির দশা কাটছে না; বরং আরো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে। ডলার সংকট, আমদানি কড়াকড়ি, সুদের উচ্চহার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হামলা-মামলার রেশ কাটতে না কাটতেই শিল্পে গ্যাসের দাম নতুন করে ১৫২ শতাংশ পর্যন্ত বা আড়াই গুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনিতেই আগে থেকে বাড়তি দর দিয়েও ঠিকমতো গ্যাস পাচ্ছে না শিল্প। এখন আবার নতুন করে ব্যাপক হারে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে রীতিমতো স্তম্ভিত ব্যবসায়ী-উদ্যোক্তারা। 

শিল্পোদ্যোক্তারা বলছেন, এটি বাস্তবায়ন করা হলে বাংলাদেশে আর কোনো শিল্প-কারখানা গড়ে উঠবে না। গ্যাসের আড়াই গুণ মূল্যবৃদ্ধি হলে টিকবে না শিল্প খাত। এর মাধ্যমে শিল্পের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। শিল্পে নতুন বিনিয়োগ আসবে না, কর্মসংস্থান হবে না। 

লন্ডনের পথে খালেদা জিয়া 

বাংলাদেশ প্রতিদিনের প্রধান এ সংবাদে বলা হয়েছে, বহু প্রতীক্ষার পর অবশেষে উন্নত চিকিৎসার্থে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল রাত ১১টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের বিশেষ উপহার রয়েল কাতার আমারি বিশেষায়িত ‘এয়ার অ্যাম্বুলেন্স’ যোগে ঢাকা ত্যাগ করেন তিনি। তাঁকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাঁকে ভিআইপি প্রটোকল প্রদান করবে হিথ্রো কর্তৃপক্ষ।

বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন তাঁর জ্যেষ্ঠপুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমানসহ পরিবারের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী। অর্ধযুগেরও বেশি সময় পর দেখা হবে মা ও ছেলের। যুক্তরাজ্যে পৌঁছে হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনকে সরাসরি পশ্চিম লন্ডনের ঐতিহ্যবাহী হাসপাতাল (অ্যাডভান্স হেলথকেয়ার সেন্টার) ‘লন্ডন ক্লিনিক’-এ নেওয়া হবে এবং সেখানেই তাঁর চিকিৎসা শুরু হবে। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ৮০ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। 

সেতুর টোলে চলছে এখনও নৈরাজ্য 

সমকালের প্রধান সংবাদে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অন্তত ১৫টি সেতুতে টোল আদায় বন্ধ হয়ে যায়। এখনও ১০টি সেতুতে তা আদায় করা যাচ্ছে না। স্থানীয়দের বাধা, বিগত সরকারের আমলে কাজ পাওয়া আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন ইজারাদার প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে যাওয়া এবং কোথাও বিএনপি নেতা পরিচয়ে দখলবাজির কারণে টোল আদায় হচ্ছে না।

এখনও টোল আদায় বন্ধ থাকা সেতুগুলো হলো–ময়মনসিংহের শম্ভুগঞ্জ সেতু, খুরশিদ মহল সেতু, বানার সেতু ও রফিক উদ্দিন ভূঁইয়া সেতু, চাঁদপুর সেতু, চট্টগ্রামের তৈলারদ্বীপ সেতু, ঢাকার ধল্লা সেতু, মুন্সীগঞ্জের তুলসীখালী ও মরিচা সেতু এবং কুষ্টিয়ার সৈয়দ মাছ-উদ রুমী সেতু। 

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুতে অন্যান্য যানবাহন থেকে টোল আদায় হলেও ব্যাটারিচালিত যান থেকে টাকা নেওয়া যাচ্ছে না। ৫ আগস্ট স্থানীয় বাসিন্দারা এ সেতুতে টোল আদায় বন্ধ করে দেয়। পরে প্রশাসনের মধ্যস্থতায় ব্যাটারিচালিত যানবাহনে টোল বন্ধ করা হয়। মানিকগঞ্জের বাথুলি এক্সেল লোড কন্ট্রোল স্টেশনও বন্ধ রয়েছে। 

অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব 

যুগান্তরের প্রধান সংবাদে বলা হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করতেই গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। পেট্রোবাংলার প্রস্তাব কার্যকর হলে দেশে শিল্প সম্প্রসারণ হবে না। শিল্প বন্ধ হয়ে গিয়ে সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের প্রস্তাব দেশবিরোধী চক্রান্তের অংশ। এ প্রস্তাব নতুন শিল্পের সঙ্গে পুরোনো শিল্পের বৈষম্য তৈরি করবে। মঙ্গলবার পেট্রোবাংলার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রক্রিয়ায় ব্যবসায়ী নেতারা যুগান্তরকে এসব কথা বলেছেন। 

শিল্পমালিকরা বলছে, নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে গত ২ বছরে গ্যাসের দাম ১৫০ থেকে ১৭৮ শতাংশ বাড়ানো হয়। কিন্তু শিল্পমালিকরা নিরবচ্ছিন্ন গ্যাস পাননি। গ্যাসের বদলে বাতাসের দাম দিতে হয়েছে। এখন আবার কাউকে কিছু না জানিয়ে, অংশীজনদের সঙ্গে আলোচনা না করে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই সিদ্ধান্ত শিল্পের জন্য আত্মঘাতী। এ প্রস্তাব কার্যকর হলে দেশে শিল্পায়ন হবে না। নতুন শিল্প না হলে কর্মসংস্থানও হবে না। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র এ ধরনের একের পর এক প্রস্তাব দিয়ে যাচ্ছে। 

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন

যুগান্তরের প্রথম পৃষ্ঠার এ শিরোনামে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে এ বছরের ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন দেবে। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন হবে। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অন্যদিকে একইদিন রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড এবং গুমে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর