বাংলাদেশের পত্রিকা থেকে
রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:১৫
ঢাবিমুক্ত সাত কলেজ
বাংলাদেশের খবরের প্রধান সংবাদে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সরকারি সাতটি কলেজ আট বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থেকে মুক্ত হয়েছে। গত দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটল ঢাবি ও সাত কলেজের। ২০২৪-২৫ সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধ হচ্ছে। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্তে পৌঁছান সরকারি সাত কলেজের অধ্যক্ষরা। বৈঠক শেষে সাংবাদিকদের ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতোমধ্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ধৈর্যধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়। প্রায় আট বছর ঢাবির অধীনে ভর্তি ও শিক্ষা কার্যক্রম চলে সাত কলেজের।
বাস্তবতা হচ্ছে, যে সংকটগুলো নিরসনে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। পূরণ হয়নি লক্ষ্যও। উল্টো জটিল হয়েছে সংকট। দূরত্ব বেড়েছে ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের।
সার্ভারে তথ্য বিভ্রাট
ভূমি অফিসে ভোগান্তি সেবাবঞ্চিত মানুষ
বাংলাদেশের খবরের দ্বিতীয় প্রধান সংবাদে বলা হয়েছে, ঢাকাসহ সারা দেশের ভূমি অফিসগুলোতে অরাজকতা। পুরনো সার্ভার থেকে নতুন সার্ভারে তথ্য হস্তান্তরের কারণে মিউটেশন, খাজনা বা এলডি ট্যাক্স এবং ই-পর্চা উত্তোলনে জটিলতা তৈরি হয়েছে। ফলে জমি হাত বদল বন্ধ রয়েছে। ৬৪ দিন ধরে ভূমি সেবার অনলাইন সার্ভার জটিলতায় বিপাকে পড়েছেন দেশব্যাপী সেবাপ্রত্যাশী গ্রাহকরা। শুধু জনভোগান্তিই নয়, পাশাপাশি সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। সার্ভারের তথ্য বিভ্রাটের কারণে দেশের একটি বড় অংশই ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সহসাই কাটছে না এ সমস্যা। এ জন্য অপেক্ষা করতে হবে মার্চ মাস পর্যন্ত। ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্প সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের যে সার্ভার থেকে এতদিন সেবা নিশ্চিত করা হতো সেই সার্ভার থেকে এখন নতুন সার্ভারে তথ্য হস্তান্তর করা হচ্ছে।
পুরনো সার্ভার তিনটি (মিউটেশন, খাজনা বা এলডি ট্যাক্স এবং ই- পর্চা) কাজে ব্যবহার করা হতো। এটি এটুআই কর্তৃক সাপোর্ট দেওয়া হতো। তখন তারা জানিয়েছিলেন এটি ৫-৬ বছর ভালো সার্ভিস দেবে। এটি দিয়ে এত দিন কাজ করা হলেও করোনা ও বাজেট ঘাটতির কারণে নতুন সার্ভার ও সফটওয়্যার তৈরি কাজ শুরু হয় ২০২৩ সালে। এই সেক্টরে আমাদের প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার সক্ষমতা রয়েছে একমাত্র বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি)। আমরা তাদের সঙ্গেই কাজ করছি। সম্প্রতি আমাদের কাছে নতুন সার্ভার ও সফটওয়্যাট আসায় বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ অনুযায়ী ২৬ ডিসেম্বর থেকে আগের সার্ভার বন্ধ রেখে তথ্য নতুন সার্ভারে নিতে কিছুটা সময় লাগছে। কিন্তু তারপরও কিছু সমস্যা থেকে যাচ্ছে। তথ্য মিসিং দেখাচ্ছে।
সাত কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা
প্রথম আলোর প্রধান সংবাদে বলা হয়েছে, রাজধানীর সরকারি সাতটি বড় কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে একটি কমিটি কাজ করছে। এ বিষয়ে ইতিমধ্যে ইউজিসি এই সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকও করেছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি।
এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছিল। নিয়মিত ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়া, সময়মতো ফল প্রকাশ, সেশনজট কমানোসহ মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রায় আট বছর আগে এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন আনা হয়েছিল। কিন্তু আট বছরেও সব সমস্যার সমাধান হয়নি। শিক্ষাবিষয়ক সমস্যাগুলোর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু ‘অবহেলা’র অভিযোগও সামনে এসেছে।
ইভিএম প্রকল্পের তিন হাজার কোটি টাকা লুট
আমার দেশের প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেড় লক্ষাধিক ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনাকাটায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইভিএম মেশিন কেনা হয়েছে প্রচলিত দামের ১০ গুণেরও বেশি টাকায়। তিন হাজার ৮২৫ কোটি টাকার প্রকল্পে ইভিএম কেনার ক্ষেত্রে তিন হাজার ১৭২ কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হয়েছে। সরকারের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদন ও নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে ইভিএম প্রকল্পের প্রকল্প পরিচালক তা অস্বীকার করেছেন। তিনি বলেন, অডিট বিভাগ যে মূল্য ধরে অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা বলেছে সেটা সঠিক নয়। এদিকে নিম্নমানের ইভিএম মেশিন সরবরাহের অভিযোগের তথ্য সংগ্রহে গত রোববার দুর্নীতি দমন কমিশনের একটি টিম নির্বাচন ভবনে অভিযান চালিয়েছে।
রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি!
কালের কণ্ঠের প্রধান সংবাদে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন বাংলাদেশের রাজবাড়ীর ছেলে আরমান মণ্ডল। ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে গত বৃহস্পতিবার মাইন বিস্ফোরণে আক্রান্ত হওয়ার দাবি করেন তিনি। ২১ বছর বয়সী এই তরুণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিভাবে জড়ালেন, সে বিষয়ে অনুসন্ধান করেছে কালের কণ্ঠ। এতে বেরিয়ে আসে একটি এজেন্সির ভয়াবহ প্রতারণার তথ্য।
বিভিন্ন কারখানা ও ক্যান্টনমেন্টে মালি বা বাবুর্চির কাজ দেওয়ার কথা বলে তরুণদের পাঠানো হয় রাশিয়ার যুদ্ধক্ষেত্রে। সেখানে অকাতরে প্রাণ হারাচ্ছে অনেকে। শুধু এক এজেন্সির মধ্যস্থতায় পাঠানো ১০ তরুণের মধ্যে আটজন যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এঁদের মধ্যে অনেকের কোনো খোঁজ মিলছে না।
ছোট দলের বাড়ছে কদর
বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ছোট দলগুলোর কদর বাড়ছে। নিজেদের জোটের পরিধি বাড়াতে চাচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। হাসিনা সরকার পতনের আন্দোলনে সঙ্গে থাকা সমমনা ‘জোট’ ও ‘দল’-এর বাইরের ডান, বাম, মধ্যপন্থি সব সংগঠনকেই এবার সঙ্গে নিয়ে নির্বাচনি ছক কষছে বিএনপি। সর্বশেষ ইসলামি রাজনৈতিক সংগঠনের প্রতি নজর তাদের। অন্যদিকে অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীও নানা কৌশল ও ছক আঁটছে নির্বাচন ঘিরে। মান-অভিমান ভুলে ইসলামি দলগুলোর সঙ্গে বৈঠক করছে। ফলে ছোট রাজনৈতিক দলগুলোর গুরুত্ব ক্রমাগত বেড়েই চলেছে। বিএনপিসহ সংশ্লিষ্ট দলগুলোর নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
অতীতে জামায়াতে ইসলামী কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক বা ধর্ম বিষয়ে কোনো আলোচনা করেনি। এবারই প্রথম জামায়াত আমির ডা. শফিকুর রহমান নিজে চলে গেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে দেখা করতে তাঁর বরিশালের চরমোনাইয়ের বাড়িতে। দুই নেতা ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময় নয়, রাজনীতি করার জন্য বৈঠক করেছেন। এভাবে জামায়াতে ইসলামী আরও ছোট দলগুলোর সঙ্গেও নির্বাচনের আগে বৈঠক করবে বলে জানা গেছে। এসব বৈঠকের লক্ষ্য ছোট দলগুলোকে গুরুত্ব দিয়ে নিজেদের পক্ষে আনা।
রাজনীতিতে জড়িয়ে পড়া বাহিনীর সংস্কার কঠিন
সমকালের প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অগ্রগতি বৃথা যেতে পারে। এসব বাহিনীর দ্রুত সংস্কার করা না গেলে পরের সরকারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা থেকেই যাবে। শেখ হাসিনা সরকারের আমলের সাড়ে ১৫ বছর নিরাপত্তা বাহিনীগুলো যেভাবে রাজনীতিতে জড়িয়েছে, সেখান থেকে তাদের বের করে সংস্কার করা কঠিন হবে বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গেল ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কার নিয়ে ‘আফটার দ্য মনসুন রেভুলেশন: এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এমন সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি। প্রতিবেদনটি আজ মঙ্গলবার প্রকাশ করতে যাচ্ছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে গণঅভ্যুত্থানের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘন এবং ভবিষ্যৎ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে সুপারিশ তুলে ধরা হয়েছে।
নেত্রীর বার্তা অনুযায়ী প্রস্তুত থাকুন: সালমান এফ রহমান
সরকার উৎখাতে চক্রান্ত! কারাগারে বসেই চলছে নানা তৎপরতা
যুগান্তরের প্রধান সংবাদে বলা হয়েছে, কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ বিভিন্ন মন্ত্রী। আদালতে এসে সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে ‘প্রস্তুত’ থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান। অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে ‘গোপন বার্তা’ দেন পলক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখাতে সোমবার সকালে সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ১০ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বাকিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দেশটিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসান, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ ও পল্লবী থানার ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মালেক।
এসবি/এনজে