Logo

অন্যান্য

বাংলাদেশের পত্রিকা থেকে

হার্ডলাইনে বিএনপি, মাঠে নামছে ফেব্রুয়ারিতেই

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৩

হার্ডলাইনে বিএনপি, মাঠে নামছে ফেব্রুয়ারিতেই

ছবি : সংগৃহীত

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন 

আন্দোলনে পুলিশকে গুলির নির্দেশ দেন রাজনৈতিক নেতারা 

বাংলাদেশের খবরের প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, র্যাব-পুলিশসহ নিরাপত্তাভিত্তিক সব প্রতিষ্ঠানে সংস্কারের সুপারিশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পুলিশ-র‍্যাবসহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল বলেও জানিয়েছে সংস্থাটি। সংস্থাটি অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের সুপারিশের কথাও জানিয়েছে। সোমবার এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন তারা। 

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) বিলুপ্তির সুপারিশ করেছে এইচআরডব্লিউ। প্রতিবেদনে বলা হয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন-পীড়নের হাতিয়ার না হয়, তা নিশ্চিত করতে এখনই র‍্যাবের বিলুপ্তি ঘটানো জরুরি বিলুপ্তি ঘটানো জরুরি । 'আফটার দ্য মুনসুন রেভল্যুশন রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ' শীর্ষক ৫০ পাতার একটি রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার কুক্ষিগত নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠানগুলোর পদ্ধতিগত সংস্কারের সুপারিশ করা হয়েছে। 

বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের 

প্রথম আলোর প্রধান সংবাদে বলা হয়েছে, রাজধানীর উত্তরার ব্র্যান্ডের একটি পোশাক বিক্রয়কেন্দ্র থেকে গত শুক্রবার কিছু পোশাক কেনেন জাওয়াদ তাজওয়ার। দাম আসে ১ হাজার ৫৭৭ টাকা, কিন্তু তাঁকে পরিশোধ করতে হয়েছে ১ হাজার ৭৩৪ টাকা। বাড়তি ১৫৭ টাকা তাঁকে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) হিসেবে দিতে হয়েছে। 

সরকার ৯ জানুয়ারি ব্র্যান্ড ও নন–ব্র্যান্ডের পোশাকের ওপর ভ্যাট হার সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করে। পরে ব্যবসায়ীদের দাবির মুখে তা কমিয়ে ব্র্যান্ডের পোশাকে ১০ শতাংশ ও নন-ব্র্যান্ড পোশাকে আগের মতো সাড়ে ৭ শতাংশ করা হয়। ফলে ব্র্যান্ডের পোশাকে আগের চেয়ে বাড়তি ভ্যাট আরোপ হয় আড়াই শতাংশ। এতে পোশাক কিনতে গিয়ে জাওয়াদ তাজওয়ারকে বাড়তি দিতে হয়েছে ৩৯ টাকা। 

প্রথম আলোকে বলেন, নতুন ভ্যাট হার কার্যকর করা শুরু হয়েছে। এতে বেচাকেনা আরও কমেছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ এমনিতেই পোশাক কেনা কমিয়ে দিয়েছিলেন। 

সরকার নতুন করে ভ্যাট আরোপের কারণে পোশাকের পাশাপাশি আমদানি করা ফল, টিস্যু, রান্নার গ্যাস, মিষ্টি, বিস্কুট, ফলের জুস, ড্রিংক, টমেটো কেচাপ, রং, সিনেমার টিকিট, চশমার ফ্রেমসহ বিভিন্ন পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন খাতে বাড়তি ভ্যাট আদায় শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে নতুন চালানের পণ্য বাজারে এখনো আসেনি। নতুন পণ্য এলে দাম বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাঁরা আশা করছেন, বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে সাত বিকল্প 

আমার দেশের প্রধান সংবাদে বলা হয়েছে, সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশে ‘অন্তর্বর্তী সরকার’ প্রবর্তনের কথা বলেছে। সেখানে এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে সাত বিকল্পের কথা বলেছে কমিশন। তাদের সুপারিশে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। 

সাধারণ নাগরিক ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের থেকেও প্রধান উপদেষ্টা নিয়োগের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মতো বিচার বিভাগকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধানকে বাছাইয়ে সংস্কার কমিশন তার প্রস্তাবিত ‘জাতীয় সংবিধানিক কাউন্সিলকে (এনসিসি)’ বাড়তি ক্ষমতা দেওয়ার কথা বলেছে। 

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সারসংক্ষেপ পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। প্রফেসর আলী রীয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পরে কমিশন ওয়েবসাইটে সারসংক্ষেপ আপলোড করেছে। আগামী ৩১ জানুয়ারি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে।

স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত 

ফেব্রুয়ারিতে মাঠে নামছে বিএনপি 

কালের কণ্ঠের প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ফেরাতে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে মাঠে নামছে বিএনপি। মূলত জনসম্পৃক্ত কর্মসূচি দিয়ে জনগণের সমর্থন আদায় এবং দ্রুত নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে দলটি। 

একই সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধকে ভিত্তি ধরে এবং বাহাত্তরের সংবিধান সমুন্নত রেখে জুলাই গণ-অভ্যুত্থানের ‘পরামর্শমূলক’ ঘোষণাপত্র প্রণয়ন করছে বিএনপি। ঘোষণাপত্র প্রণয়নে সরকারি উদ্যোগে সহযোগিতা করতে এটি তৈরি করা হচ্ছে। 

গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই দুটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কমিটির একাধিক সদস্য এই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন।

হার্ডলাইনে বিএনপি, মাঠে নামছে ফেব্রুয়ারিতেই 

বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের জন্য হার্ডলাইনে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন কর্মসূচি নিয়ে আগামী ফেব্রুয়ারিতে আবারও মাঠে নামছে দলটি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের ছয় মাসের মাথায় এই প্রথম কোনো কর্মসূচি নিয়ে রাজপথে নামতে যাচ্ছে বিএনপি। 

পবিত্র রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং দেশে গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত সময়ে সুষ্ঠু সংসদ নির্বাচন দাবিতে এই কর্মসূচি পালন করবে বলে গত সোমবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ প্রতিদিনকে একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গুরুত্বপূর্ণ সরকারি কাজ আটকে যাচ্ছে ‘আমলাতন্ত্রে’ 

সমকালের প্রধান প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রশাসন, আইনশৃঙ্খলাসহ সব খাতের খোলনলচে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে এই সরকার দায়িত্ব নেওয়ার সাড়ে পাঁচ মাস পরও সরকারি অনেক কাজ যেন চলছে ‘কচ্ছপের পিঠে চেপে’। ডিসির পদায়ন, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার, বিনামূল্যের পাঠ্যবই বিতরণ, মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটা, পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনের মতো অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে আমলাতান্ত্রিক গ্যাঁড়াকলে। খোদ সরকারের উপদেষ্টারাই বলছেন, সরকারের যে গতিতে কাজ করার কথা, সেভাবে করতে পারছে না আমলাদের অসহযোগিতার কারণে। 

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর আরও কৌশলী আমলারা। অনেকে এই সরকারের আমলে ঝুঁকি নিয়ে কাজ করতে চাইছেন না। কারণ নির্বাচিত সরকার এলে বিপদে পড়ার ভয়ে আছেন তারা। এ ছাড়া যেসব সচিবের খুব বেশিদিন চাকরি নেই, তারাও নিচ্ছেন না ঝুঁকি। আর যারা চুক্তিভিত্তিক নিয়োগে আছেন, তারা কনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করতে পারছেন না। এতে ছোট কাজেও হচ্ছে ভুল। 

জামানত ৫ হাজার কোটি টাকা, ঋণ ২৮৫৪৪ কোটি 

সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি 

যুগান্তরের প্রধান সংবাদে বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপের ভয়াবহ ঋণ কারচুপির প্রমাণ পেয়েছে সরকার। এই গ্রুপের অস্তিত্ববিহীন ১৬টি শিল্পপ্রতিষ্ঠানের নামে ঋণ নিয়েছে ১২ হাজার কোটি টাকা। টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস কোম্পানিগুলোর নামে মাত্র পাঁচ হাজার কোটি টাকা সম্পদ জামানত রেখে এর বিপরীতে ঋণ নিয়েছে ২৮ হাজার ৫৪৪ কোটি টাকা। শুধু জনতা ব্যাংক থেকেই ঋণ নিয়েছে ২৩ হাজার ২৮৫ কোটি টাকা। আর সোনালী ব্যাংক থেকে নিয়েছে ১৪২৪ কোটি। মঙ্গলবার এ শিল্প গ্রুপের প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের ষষ্ঠ বৈঠকে এসব তথ্য উঠে এসেছে। 

ওই বৈঠক শেষে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়ে বড় কেলেঙ্কারি করেছে বেক্সিমকো। তিনি জানান, এ প্রতিষ্ঠানকে যেসব ব্যাংক ঋণ দিয়েছে, সেগুলোর তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর