ভেঞ্চার ক্যাপিটাল জগতে কোচ কাঞ্চনের যাত্রা শুরু

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৪

বিশ্বখ্যাত বিজনেস মেন্টর ড্যান লকের প্রতিষ্ঠিত ড্রাগন এক্স (DragonX Capital)-এ অ্যাডভাইজরি বোর্ড মেম্বার ও পার্টনার হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সার্টিফাইড হ্যাপিনেস ট্রেইনার ও বিজনেস মেন্টর কোচ কাঞ্চন।
ড্রাগন এক্স ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাউন্ডব্রেকিং স্টার্টআপ এবং আগামীর ইউনিকর্ন গড়ে তোলার লক্ষ্যে কোচ কাঞ্চন এবার তাদের সাথে যৌথভাবে কাজ করবেন। ড্রাগন এক্স ইতোমধ্যে বিশ্বব্যাপী অসংখ্য ইনোভেটিভ স্টার্টআপে বিনিয়োগ করেছে, যা উদ্যোক্তাদের সফলতার নতুন দুয়ার খুলে দিয়েছে।
এখন কোচ কাঞ্চনের মেন্টরিংয়ের অধীনে কিছু আন্তর্জাতিক স্টার্টআপ কাজ করবে, যা তার লার্নিং জার্নি ও অভিজ্ঞতাকে আরও ঋদ্ধ করবে। কোচ কাঞ্চন তার এই লার্নিং বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।
তার এই আন্তর্জাতিক অর্জন দেশি উদ্যোক্তাদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার সকল মেন্টি ও ব্রেভ (BRAVE) মেম্বাররা এখন আরও উন্নত সহযোগিতা পাবেন বলে আশা করা হচ্ছে।
কোচ কাঞ্চনের মিশন, বাংলাদেশে ১০ লক্ষ দক্ষ উদ্যোক্তা তৈরি করা। আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ায় তার মিশন বাস্তবায়ন গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএইচএস