Logo

রাজনীতি

বৈশ্বিক বর্বরতা রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:৩১

বৈশ্বিক বর্বরতা রুখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

ইসরায়েলি নৃশংসতা ও বর্বরতা রুখে দেওয়ার জন্য বিশ্বসংস্থার প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ইসরায়েল একতরফা হামলা করে অত্যন্ত বর্বর জাতি হিসেবে পরিচয় দিয়েছে। 

তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বর্বর, জাহেল ও অসভ্য জাতি হিসেবে ভারত ও ইসরায়েলের তুলনা হয় না। বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের উচিত হবে ইসরায়েল ও ভারতের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা। এই অসভ্যতাকে রুখে দিতে না পারলে বিশ্বে শান্তি আসবে না।

শনিবার (২২ মার্চ) গাজীপুর চৌরাস্তায় একটি অভিজাত রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, ড. ইউনূসের আন্তর্জাতিক পরিচিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল ও ভারতের নৃশংসতা বন্ধে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শাখার সভাপতি জি.এম. রুহুল আমীন। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি আলহাজ্জ হারুনুর রশিদ, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর, গাজীপুর মহানগর সভাপতি আলহাজ্জ ফাইজ উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর