প্রজাতন্ত্রের কর্মকর্তাদের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ নেই
হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৫:০১
-67dfce0633bfd.jpg)
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ১৬ বছরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচারের আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ কিংবা পুনর্বাসের সুযোগ নেই। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যারা গণহত্যা চালায় তার বিচার হতেই হবে। অপরদিকে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরা রাজনীতিতে যে হস্তক্ষেপের অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে, তা কোনোভাবেই কাম্য নয়।
শনিবার (২২ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী শাখা রূপনগর থানা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপনগরের দুয়ারীপাড়া কেন্দ্রীয় মসজিদ মিলনায়তনে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, নগরনেতা ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ ও যুবনতো হাফেজ সিরাজুল ইসলাম ফাইয়াজ।
সংগঠনের রূপনগর থানা শাখার সভাপতি আলহাজ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না।
তিনি বলেন, রাজনীতিতে গণহত্যাকারীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তাই যে বা যারা আওয়ামী লীগের দুতিয়ালী করবে, তারাও ফ্যাসিবাদের দোসর। জনতার মঞ্চে তাদেরও বিচার করতে হবে।
ডিআর/বিএইচ