Logo

রাজনীতি

অন্তর্বর্তী সরকার টিকে আছে সেনাবাহিনীর সহযোগিতায় : রাশেদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:১৬

অন্তর্বর্তী সরকার টিকে আছে সেনাবাহিনীর সহযোগিতায় : রাশেদ

এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর সহযোগিতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

রাশেদ খাঁন বলেন, ‘আমি নিজে শুনেছি, গণঅভ্যুত্থানের সময় অনেকে স্লোগান দিয়েছে, এই মুহূর্তে দরকার, সেনাবাহিনী সরকার। সেনাবাহিনী যেকোনো অজুহাত দেখিয়ে তখন ক্ষমতা কুক্ষিগত করতে পারত। যেটা এখন সম্ভবপর নয়। কিন্তু তারা সে সময় অভিভাবকের ভূমিকা রেখেছে। নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করুন তো, সেনাবাহিনীর বিকল্প আর কে ছিল, যারা সে সময় সংকট সমাধানে উদ্যোগ নিতে পারত। এখনো পর্যন্ত এই সরকার যে টিকে আছে, সেটাও সেনাবাহিনীর সহযোগিতায়।’

তিনি বলেন, ‘পুলিশকে মানুষ ভয় পাচ্ছে না, তাদের নৈতিক শক্তিও নাই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতোটুকু আছে, সেটাও সেনাবাহিনীর জন্য। অপরাধীরা এখনো যতটুকু ভয় পাচ্ছে, তাও একমাত্র সেনাবাহিনীকে। গুজব ছড়ানোর আগে মনে রাখা উচিত, সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বিতর্কিত হয়ে গেলে রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকে না।’

হঠকারিতার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে রাশেদ বলেন, ‘কারা একের পর এক গুজব ছড়িয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে উসকে দিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে? তারা যে, আরেকটি ১/১১ সৃষ্টি করতে উসকানি দিচ্ছে, কেন বোঝার চেষ্টা করছেন না? জনগণকে সচেতন ও সতর্ক থাকা জরুরি। পপুলিজমের ফাঁদে পা দিলে কখনো রাষ্ট্রের মেরামত হবে না, বন্ধুগণ। ধৈর্য্য ও সহনশীলতারসহিত সবকিছু পর্যবেক্ষণ করুন, হঠকারিতার ফাঁদে পা দিয়েন না।’

আরেকটি ১/১১ তৈরির পাঁয়তার চলছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি চক্র সরকার, সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টির পাঁয়তারা করেছে। এদের উদ্দেশ্য ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন লাগিয়ে আরেকটি ১/১১ তৈরি করা। যাতে সহজে পতিতলীগ ফিরে আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘শুরু থেকেই একটি মহল সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এসব গুজব ছড়িয়ে যে, সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে, ক্ষমতা দখল করে নেবে ইত্যাদি। গণঅভ্যুত্থানে সেনাবাহিনীও ফ্যাসিবাদবিরোধী শক্তির ভূমিকায় ছিল। এই শক্তির সাথে যেকোনো সাংঘর্ষিক পরিস্থিতি কোনোভাবেই ভালো ফলাফল বয়ে আনবে না।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর