Logo

রাজনীতি

ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৪:২৭

ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

ভারতীয় প্রভাবমুক্ত অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন দেখতে চায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আদালতের নির্দেশে নিবন্ধন ফিরে পেয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সোমবার (২৪ মার্চ) সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান।

তিনি বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। অনেকেই জানেন যে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগাপার দলীয় নিবন্ধন ফ্যাসিবাদ সরকার গত আমলে বাতিল করে দিয়েছিল। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে যাই। শুনানি শেষে হাইকোর্ট আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে। এই প্রেক্ষাপটে আসরা সিইসির সঙ্গে দেখা করতে এসেছি। 

তিনি আরও বলেন, ‘সিইসিকে জানানো যে আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন। আমরা গত ১৬ বছর দেখেছি যে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না আমরা বিশ্বাস করি।’

উল্লেখ্য, ১৯৮০ সালের ৬ এপ্রিল শফিউল আলম প্রধানের নেতৃত্বে যাত্রা শুরু করে জাগপা। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর ইসি থেকে নিবন্ধন লাভ করে দলটি। এক যুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর ২০২১ সালের পয়লা ফেব্রুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে ইসি। চলতি বছরের ১৯ মার্চ প্রায় চার বছর দুই মাস পরে নিবন্ধন ফিরে পায় জাগপা।

  • এসআইবি/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর