Logo

রাজনীতি

ভ্যানে করে এলাকায় জনসংযোগ করলেন সারজিস আলম

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৮:১০

ভ্যানে করে এলাকায় জনসংযোগ করলেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দ্বিতীয় দিনের এই সফরে তিনি জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী, বামনকুমার, বালিয়া ও লক্ষ্মীত্থান এলাকায় জনগণের সঙ্গে কথা বলেন। 

এ ছাড়াও গ্রামবাসীর সঙ্গে ফসলের মাঠে ও বাড়িতে গিয়ে সরাসরি মতবিনিময় করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন হওয়ার পর এটি ছিল তার প্রথম পঞ্চগড় সফর। সোমবার (২৪ মার্চ) তিনি ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়কপথে দেবীগঞ্জ যান। সেখানে থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন।

আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তিনি ইফতার মাহফিল আয়োজিত করেন। ইফতার মাহফিলের আয়োজনের ব্যানারে উল্লেখ ছিল, ‘জাতীয় নাগরিক পার্টি, আটোয়ারী উপজেলা আয়োজিত’। তবে এই উপজেলায় এখনো জাতীয় নাগরিক পার্টির কোনো কমিটি গঠন হয়নি।

ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে সারজিস আলম নিজ বাড়ির আশপাশের গ্রামগুলোতে গিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তার ফেসবুকে এই সফর সম্পর্কে পোস্ট করেন। 

গ্রামাঞ্চলে ফিরে আসা এবং গ্রাম্যজীবনের স্মৃতিচারণ করে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, “জীবনের প্রথম ১৭ বছর এই মাটি ও মানুষের সাথে থেকে বেড়ে উঠেছি। এখানেই যেন চিরপ্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো আমাদের চিরচেনা গল্প।”

এ ছাড়া কৃষকদের বর্তমান অবস্থা নিয়েও সারজিস আলম মন্তব্য করেছেন। তিনি বলেন, “কৃষক প্রতি কেজি আলু ১০ টাকা করে বিক্রি করলেও তাদের উৎপাদন খরচ হয় ২০ টাকা। তারা যদি আলু প্রতি ২৫ টাকা পেতে পারেন, তবে তাদের জীবনযাপন সম্ভব হবে।” 

তিনি কৃষকদের সমস্যার কথা তুলে ধরে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে এই সমস্যার সমাধান করতে হবে।

তার এই সফর রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে তার ‘শোডাউন’ ও জনসংযোগ কার্যক্রম নিয়ে বেশ সমালোচনা চলছে।

  • এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর