Logo
Logo

রাজনীতি

‘একাত্তরের শহীদেরা, আমাদের প্রেরণা’ স্লোগানে শিবিরের র‌্যালি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮

‘একাত্তরের শহীদেরা, আমাদের প্রেরণা’ স্লোগানে শিবিরের র‌্যালি

বিজয় দিবস উপলক্ষে র‌্যালি করেছে ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ গেট থেকে শাহবাগ পর্যন্ত এ র‌্যালি অনুষ্ঠিত হয়। 

র‌্যালিতে স্লোগান দিতে শোনা যায়, ‘একাত্তরের শহীদেরা, আমাদের প্রেরণা’, ‘আমাদের ধমনীতে শহীদের রক্ত, সেই রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্তে কেনা স্বাধীনতা, রক্ত দিয়ে রাখব’, ‘ভারতীয় আগ্রাসন, গুড়িয়ে দাও ভেঙে দাও’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না আজাদী, আজাদী আজাদী’, ‘সেই ভারত বন্ধু নয়, যেই ভারতে খুনি রয়’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘জাতি-ধর্ম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো একাত্তরে স্বাধীনতার গৌরব ছিনিয়ে এনেছিল এদেশের ছাত্র-জনতা। কিন্তু স্বাধীনতার পর সেই ঐক্য অন্য রূপ নিয়েছিল। ৫৪ বছর পরও স্বাধীনতাকে দলীয়করণ করা হয়েছিল। বিগত দুঃশাসনের সময় স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ করার আয়োজনে ব্যস্ত ছিল।

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার মূলকথা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার। যার কোনোটিই বাস্তবায়ন হয়নি। বরং এদেশের খুনি শাসকের হাতে মানবতা লাঞ্ছিত হয়েছে। তারা সংস্কৃতির মননকে ধ্বংস করেছে। আমাদের অগ্রগতির বাধা ছিল তারা।’

সমাবেশে ছাত্রশিবির নেতারা বলেন, ‘বাংলার মানুষ কখনো আধিপত্যবাদীদের মেনে নেয়নি। ৫৪ বছর পর নতুন এই বাংলাদেশে আমরা বলতে চাই, কারো আধিপত্য মেনে নেব না। ২৪-এর ছাত্র-জনতা আধিপত্যবাদা রুখে দেবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর