Logo

রাজনীতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নাগরিক পার্টির নেতারা

Icon

সাভার প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১১:০০

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নাগরিক পার্টির নেতারা

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টায় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় তারা ’দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ’ক্ষমতা না জনতা, জনতা জনতা’-সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেন।

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর দলীয় প্রথম কর্মসূচি হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তারা। 

এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে ২টি দ্বিতল বাসসহ কয়েকটি গাড়ি করে স্মৃতিসৌধে উপস্থিত হন নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির সদস্যরা। দ্বিতল বাস থেকে একে একে নামেন নাহিদ, হাসনাত, সারজিসসহ অন্যরা। এ সময় দলটির স্থানীয় সমর্থক, নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী কমিটির শতাধিক সদস্যরা তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

আনুষ্ঠানিকতা শেষে সাড়ে ৮টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। এরপর তারা ঢাকার রায়েরবাজারে ২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে রওনা হন।

  • আরিফুল ইসলাম সাব্বির/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর