Logo

রাজনীতি

আ.লীগের সাথে আপস বরদাস্ত করা হবে না : ইউনূসের উদ্দেশে রাশেদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৭:৩৪

আ.লীগের সাথে আপস বরদাস্ত করা হবে না : ইউনূসের উদ্দেশে রাশেদ

আওয়ামী লীগের সাথে আপস বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রাশেদ খান বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত অবশ্যই তাদের না। সেই সিদ্ধান্ত এই দেশের বিপ্লবী ছাত্র-জনতার। বিদেশিদের চাপে আপনার টোন পরিবর্তন হয়েছে। কিন্তু কোনো বিদেশি হস্তক্ষেপে হাসিনা রেজিমের পরিবর্তন হয়নি। সুতরাং গণহত্যার বিচারপূর্ব আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।’ 

তিনি বলেন, ‘এর জন্য যদি আরেকটি বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে করা লাগে, জনগণ তাই করবে। আওয়ামী লীগের সাথে কোনো আপস বরদাস্ত করা হবে না। আপনার বক্তব্য এই দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।‘ 

বিদেশি চাপে মাথা নত না করার আহ্বান জানিয়ে গণঅধিকার সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার ও আদালতের। সুতরাং নির্বাচন কমিশনের ওপর দায় চাপিয়ে, বিদেশি চাপে মাথা নত করার চেষ্টা করবেন না। আপনার সরকার  আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিয়ে কোনো তামাশা করলে, উপযুক্ত জবাব দিতে এই দেশের জনগণ কোনোরকম কার্পণ্য করবে না।’

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর