Logo

রাজনীতি

আ.লীগ, বিএনপি, জাপা ও সিপিবিকে জোট বাঁধতে বললেন তসলিমা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৮:০৩

আ.লীগ, বিএনপি, জাপা ও সিপিবিকে জোট বাঁধতে বললেন তসলিমা

আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টিকে জোট বাঁধার আহ্বান জানিয়েছেন নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তসলিমা নাসরিন বলেন, ‘সরকার পক্ষের পার্টি থেকে বলা হয়েছে যতদিন না হাসিনার ফাঁসি হয়, ততদিন নির্বাচন হবে না। ফাঁসি হতে যদি ১০০ বছর লাগে, ১০০ বছর ক্ষমতায় থাকবে জিহাদিরা। ক্ষমতার লোভে জিভ বেরিয়ে এসেছে ওদের। নির্বাচন না দেওয়ার নতুন নতুন ছুতো ওরা আরও দেবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ইত্যাদি সব রাজনৈতিক দল জোট বাঁধুক, নির্বাচনের জন্য চাপ দিক, নন-স্টপ আন্দোলন করুক যতক্ষণ না নির্বাচনের আয়োজন করা হয়। আন্দোলনে জামাতে ইসলামীকে রাখার কোনো অর্থ নেই, কারণ তারা ক্ষমতা ভোগ করছে, কারণ তারা ধর্মভিত্তিক দল।’

তসলিমা আরও বলেন, ‘সুস্থ রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হলে ধর্মভিত্তিক রাজনীতিকে সবার আগে বাদ দিতে হয়। ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস যারা করে, তারা গণতন্ত্রে, ধর্মনিরপেক্ষতায়, নারীর অধিকারে, মানবাধিকারে বিশ্বাস করে না।’

নির্বাসিত এই লেখক বলেন, ‘দেশ রোলার কোস্টার গতিতে নরকের দিকে এগিয়ে যাচ্ছে। দ্রুত নির্বাচন হোক। সৎ, সহিষ্ণু , মুক্তচিন্তায় এবং বাকস্বাধীনতায় বিশ্বাসী রাজনীতিক সংসদে বসুন, দেশকে দানবের হাত থেকে রক্ষা করুন।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর