Logo

রাজনীতি

সরকার ইচ্ছা করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছে না : রাশেদ খাঁন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৬:০৮

সরকার ইচ্ছা করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছে না : রাশেদ খাঁন

সরকার ইচ্ছা করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। শুক্রবার (৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। এ ছাড়া এখনো রাষ্ট্র সংস্কারের ছিটেফোঁটা দৃশ্যমান নয় বলেও অভিযোগ তার।

রাশেদ খাঁন বলেন, ‘যা বুঝলাম সরকার ইচ্ছে করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছেনা, সামাজিক অস্থিরতা বন্ধ করছে না। আর রাষ্ট্র সংস্কারের কথা বললেও কার্যত রাষ্ট্র সংস্কারের ছিটেফোঁটা এখনো দৃশ্যমান নয়।’

কবে সংস্কার শুরু হবে- প্রশ্ন রেখে তিনি বলেন, ‘সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস নিজেই বলেছেন, সংস্কার তো এখনো শুরুই করিনি! তাহলে তিনি/তারা কবে নাগাদ সংস্কার শুরু করবেন? একটি জাতীয় ঐকমত্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল কাজ জাতীয় ও রাজনৈতিক ঐক্য সৃষ্টি করা। কিন্তু সেটিও তারা করছে না।’

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনে করেন, এসব না করার মূল কারণ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা জিইয়ে রেখে বলা হবে যে, নির্বাচন দেওয়ার মতো পরিবেশ নেই।

এই সরকারে ১/১১-এর বেশ কিছু কুশীলব ঘাপটি মেরে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘তারা কখনো স্বাভাবিক পথে হাঁটে না। তারা চুপচাপ থেকে অন্যদের দিয়ে খেলায়। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে এইসব কুশীলবের সাথে আমাদের পরিচয়। এরা সবসময় বিরাজনীতিকরণের পথে হেঁটেছে। এদের মূল লক্ষ্য সামাজিক শান্তি নয় বরং দলভাঙা, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। এসব পিছনের দরজা দিয়ে খেলা লোকগুলো এখন সরকার ও ড. মুহাম্মদ ইউনূসের প্রধান পরামর্শদাতা।’ 

ইউনূসকে বিভ্রান্ত করা হচ্ছে উল্লেখ করে গণঅধিকারের এই নেতা বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের কী উদ্দেশ্য জানি না, কিন্তু এরা ড. মুহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করছে, এটা আমি মোটামুটি নিশ্চিত। আর যে কারণেই ড. মুহাম্মদ ইউনূস তার সুর পাল্টে বলা শুরু করেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটা একান্তই তাদের সিদ্ধান্ত।’

রাশেদ বলেন, ‘পৃথিবীর ইতিহাসে গণহত্যার পরে কোনো দলের নির্বাচনে অংশগ্রহণ দূরে থাক, সেই দলটিই নিষিদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকার ধীরেধীরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার না করার পথেই এগুচ্ছে। আগামী ৬ মাসেও দেখবেন; রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধের দৃশ্যমান কোনো পদক্ষেপ পরিলক্ষিত হবে না।‘

  • ডিআর/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর